ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সিরিয়ায় আগ্রাসন চালাতে জনমত গঠন করছে যুক্তরাষ্ট্র ॥ রাশিয়া

প্রকাশিত: ০৬:০০, ১৫ সেপ্টেম্বর ২০১৮

 সিরিয়ায় আগ্রাসন চালাতে  জনমত গঠন করছে  যুক্তরাষ্ট্র ॥ রাশিয়া

রাশিয়া সতর্ক করে দিয়ে বলেছে, সিরিয়ার ওপর নতুন করে হামলা চালানোর জন্য বিশ্ব জনমত গঠন করার চেষ্টা করছে মার্কিন সরকার। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বৃহস্পতিবার মস্কোয় এক সংবাদ সম্মেলনে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি বলেন, মার্কিন সরকার গণমাধ্যমসহ অন্যান্য উপাদান ব্যবহার করে বিশ্বের মানুষকে একথা বোঝানোর চেষ্টা করছে যে, সিরিয়ায় আগ্রাসন জরুরী হয়ে পড়েছে। জাখারোভা সিরিয়ার ইদলিবে বিপুলসংখ্যক সন্ত্রাসীর অবস্থানের কথা উল্লেখ করে সেখানকার আসন্ন সংঘাতের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ইদলিবের সন্ত্রাসীরা সেখানে ভুয়া রাসায়নিক হামলার ছবি ও ভিডিও প্রচার করতে পারে বলে ব্যাপকভাবে সতর্ক করে দেয়ার পরও তারা এই ন্যক্কারজনক কাজের প্রস্তুতি নিচ্ছে। সিরিয়ার সেনাবাহিনী ইদলিবে বড় ধরনের অভিযানের প্রস্তুতি নিচ্ছে। মারিয়া জাখারোভা বলেন, সিরিয়া থেকে সন্ত্রাসীরা নির্মূল হয়ে যাচ্ছে ভেবে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা শঙ্কিত হয়ে পড়েছে। -ইয়াহু নিউজ।
×