ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ম্যাসাচুসেটসে গ্যাস বিস্ফোরণে ৩৯ বাড়িতে আগুন

প্রকাশিত: ০৫:৫৮, ১৫ সেপ্টেম্বর ২০১৮

  ম্যাসাচুসেটসে গ্যাস  বিস্ফোরণে ৩৯ বাড়িতে আগুন

যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসে ৩৯টি বাড়ি ও ভবনে অগ্নিকান্ডের জন্য গ্যাস বিস্ফোরণকে সন্দেহ করা হচ্ছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। বোস্টনের বাইরে লরেন্স, এ্যান্ডোবার ও নর্থ এ্যান্ডোবারের এসব বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে আগুন ও বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের সংখ্যা আরও বাড়তে পারে বলেও সতর্ক করা হয়েছে। স্থানীয় গণমাধ্যমগুলোতে অগ্নিকান্ড ও বিস্ফোরণে বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানানো হয়েছে, এদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। গাড়ির ওপর চিমনি ধসে পড়ে লরেন্সে ১৮ বছর বয়সী লিওনেল রন্ডন নামের এক তরুণ নিহত হয়েছে। কর্তৃপক্ষ এরই মধ্যে এলাকাগুলোর গ্যাস ও বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে। কী কারণে এ বিস্ফোরণগুলো ঘটেছে তা নিশ্চিত না করলেও কলাম্বিয়া গ্যাস সংযোগ লাইনের চাপ সংক্রান্ত কারণে এটা হতে পারে বলে সন্দেহ করছেন মেরিমাক ভ্যালির কর্মকর্তারা। -বিবিসি
×