ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ঢাবির ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

প্রকাশিত: ০৫:৫৩, ১৫ সেপ্টেম্বর ২০১৮

  ঢাবির ‘গ’ ইউনিটের  ভর্তি পরীক্ষা  অনুষ্ঠিত

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ কোন ধরনের অনিয়ম ও জালিয়াতির ঘটনা ছাড়াই সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে ঢাকা বিশ^বিদ্যালয়ের ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের ব্যবসায় অনুষদভুক্ত ‘গ’ ইউনিটের অনার্স প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা। শুক্রবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাইরের মোট ৫৪টি কেন্দ্রে এই পরীক্ষা চলে। বরাবরের মতোই যে কোনো ইলেক্ট্রনিক ডিভাইস নিয়ে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ নিষিদ্ধ ছিল। এবার প্রতিটি কেন্দ্রের প্রবেশপথে বসানো হয়েছে মেটাল ডিটেক্টর। অনিয়ম-জালিয়াতি ঠেকাতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমের পাশাপাশি ভ্রাম্যমাণ আদালত পরীক্ষার সময় দায়িত্ব পালন করে। উপাচার্য অধ্যাপক ড. মোঃ আখতারুজ্জামান সকাল সোয়া ১০টায় ব্যবসায় শিক্ষা অনুষদের এমবিএ ভবনে দুটি কক্ষ পরিদর্শন করেন। পরে ডিন কার্যালয়ের সামনে তিনি বলেন, যে ৫৪টি কেন্দ্রে পরীক্ষা হয়েছে সেখানে অত্যন্ত নজরদারি বজায় রাখা হয়েছে। সে নজরদারি শুধু পরীক্ষার হলে আমাদের সহকর্মীদের নজরদারি নয়, তার বাইরেও আমাদের কঠিন নজরদারি রয়েছে। গতবছর পুলিশের অপরাধ তদন্ত বিভাগ একটি জালিয়াত চক্রের বেশকিছু সদস্যকে গ্রেফতার করার পর এবার আর তেমন কোন তৎপরতার খবর পাওয়া যায়নি বলে জানান উপাচার্য। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মুহাম্মদ সামাদ, ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন ও ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষার সমন্বয়ক অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম, বিশ্ববিদ্যালয়ে কোষাধ্যক্ষ অধ্যাপক মোঃ কামাল উদ্দিন উপস্থিত ছিলেন। পরীক্ষা শেষে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম গোলাম রাব্বানী বলেন, বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় জালিয়াতির গেম ওভার হয়ে গেছে। এখন পর্যন্ত পাওয়া তথ্যানুযায়ী ভর্তি পরীক্ষায় কোন অঘটন বা অন্য কোন অনাকাক্সিক্ষত খবর নেই। আমরা জালিয়াতিবিহীন কাক্সিক্ষত পরীক্ষা নিতে পেরেছি। পরীক্ষা ভালভাবে সম্পন্ন হয়েছে জেনে আমরাও আনন্দিত। সবাই মিলে এত বড় কাজ সম্পন্ন করতে পারায় খুব ভাল লাগছে। সামনের পরীক্ষাগুলোও যাতে ভালভাবে সম্পন্ন করতে পারি সেজন্য সবার সহযোগিতা কামনা করছি। ‘গ’ ইউনিটের ১ হাজার ২৫০টি আসনের বিপরীতে এবার ভর্তিচ্ছুর সংখ্যা ২৬ হাজার ৯৬০ জন। অর্থাৎ প্রতি আসনের বিপরীতে ভর্তির লড়াইয়ে আছেন ২১ জন। ঢাবি ক্যাম্পাস ও ক্যাম্পাসের লাগোয়া কেন্দ্রগুলোর বাইরে এবার লেদার ইঞ্জিনিয়ারিং এ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউট এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় স্কুল ও কলেজে পরীক্ষা নেয়ার আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের পাঁচটি ইউনিটে ৭ হাজার ১২৮টি আসনের বিপরীতে এবার মোট ২ লাখ ৭২ হাজার ৫১২ জন আবেদন করেছে এবার। প্রতি আসনের বিপরীতে পরীক্ষার্থী থাকছেন ৩৮ জন। ২১ সেপ্টেম্বর খ-ইউনিট, ২৮ সেপ্টেম্বর ক-ইউনিট, ১২ অক্টোবর ঘ-ইউনিট, ১৫ সেপ্টেম্বর চ-ইউনিটের সাধারণ জ্ঞান অংশের এবং ২২ সেপ্টেম্বর চ-ইউনিটের অংকন অংশের ভর্তি পরীক্ষা হবে। আসন বিন্যাস ঢাবি ওয়েবসাইট (admission.eis.du.ac.bd) থেকে জানা যাবে।
×