ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

পরামর্শ থাকলে দিতে পারে জাতিসংঘ ॥ কাদের

প্রকাশিত: ০৫:২৭, ১৫ সেপ্টেম্বর ২০১৮

 পরামর্শ থাকলে  দিতে পারে  জাতিসংঘ ॥  কাদের

বিশেষ প্রতিনিধি ॥ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জাতিসংঘের কোন পরামর্শ থাকলে দিতে পারে। তবে সংবিধানের বাইরে যাওয়ার সুযোগ নেই। শুক্রবার বিকেলে ধানমন্ডির আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে দলের সম্পাদকমন্ডলীর এক যৌথসভায় তিনি এ কথা বলেন। আগামী ২৮ সেপ্টেম্বর আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন। যৌথসভায় শেখ হাসিনার জন্মদিনের কর্মসূচী ঘোষণা করে ওবায়দুল কাদের বলেন, ‘২৮ সেপ্টেম্বর শুক্রবার বাদ জুম্মা বায়তুল মোকাররম জাতীয় মসদসহ সারাদেশের মসজিদে দোয়া এবং মন্দির, গীর্জা ও প্যাগোডায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হবে। সারাদেশের ইউপর্যায় পর্যন্ত এ কর্মসূচী পালত হবে।’ ওবায়দুল কাদের বলেন, ‘ওই দিন সকা১০টায় বঙ্গবন্ধু জাদুঘরের সামনে আওয়ামী লীগের ত্রাণ উপকমিটি ১০০টি রিক্সা-ভ্যান বিতরণ করবে, ১১টায় আজিমপুরে দুস্থদের মধ্যে খাদ্য বিতরণ, অসচ্ছল পরিবারের ছাত্রছাত্রীদের মধ্যে আর্থিক সহযোগিতা এবং পুস্তক বিতরণ করা হবে। সারাদেশে আওয়ামী লীগের নেতৃত্বে আনন্দ শোভাযাত্রা ও রাজধানীতে সহযোগী সংগঠনগুলো আনন্দ শোভাযাত্রা করবে। এছাড়া ওই দিন আওয়ামী লীগের শিক্ষা উপকমিটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় স্কুলের ছাত্রছাত্রীদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও বিকেলে কেন্দ্রীয় আওয়ামী লীগ ‘নবীনদের দৃষ্টিতে শেখ হাসিনা শীর্ষক’ আলোচনা সভা করবে রাজধানীর কৃষিদ ইনস্টন মিলনায়তনে। ওবায়দুল কাদের জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার এবারের জন্মদন, অসহায়, গরিব ও দুঃখী মানুষদের জন্য উৎসর্গ করা হবে। জন্মদিনে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দেয়ার কারণে দেশের বাইরে থাকবেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। ওবায়দুল কাদের বলেন, যুক্তরাষ্ট্র এদেশের সুষ্ঠু নির্বাচন চায়। আমরাও চাই, জনগণও চায়। সংবিধানের আওতায় সুষ্ঠু নির্বাচন করতে নির্বাচন কমিশনকে সহায়তা করবে আওয়ামী লীগ। তবে জনগণ ছাড়া অন্য চাপের কাছে মাথা নত করবে না আওয়ামী লীগ। তিনি বলেন, বিএনপি যতদিন এদেশে রাজনীতির মাঠে থাকবে, বাংলাদেশে ততদিন কোন শান্তি আসবে না।
×