ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

খালেদা জিয়া ছাড়া নির্বাচন হতে দেয়া হবে না ॥ নজরুল

প্রকাশিত: ০৪:১৫, ১৫ সেপ্টেম্বর ২০১৮

খালেদা জিয়া ছাড়া  নির্বাচন হতে দেয়া  হবে না ॥  নজরুল

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ বিএনপির কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, সরকার অন্যায়ভাবে বেগম খালেদা জিয়া এবং বিএনপির বয়োবৃদ্ধ নেতাদের জেলে বন্দী করে রেখেছে। এ সরকার নিজেদের ইচ্ছেমতো নির্বাচন করে ক্ষমতা ধরে রাখতে চায়। সেনাবাহিনী ছাড়া আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু হবে না। সকল বন্দীর মুক্তির দাবিতে কঠোর আন্দোলন গড়ে তুলতে হবে। বেগম জিয়া ছাড়া কোন নির্বাচন হতে দেয়া হবে না। শুক্রবার দুপুরে হাটহাজারীর লালিয়ারহাট মাদ্রাসা মাঠে জাতীয় সংসদের সাবেক হুইপ ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা সৈয়দ ওয়াহিদুল আলমের শোক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথাগুলো বলেন। চট্টগ্রামের হাটহাজারী থেকে নির্বাচিত বিএনপির সাবেক এই সংসদ সদস্যের শোক সভায় বিশেষ অতিথি ছিলেন দলের স্থায়ী কমিটির অন্যতম সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। নজরুল ইসলাম খান বর্তমান সরকারকে অমানবিক ও দানবিক সরকার আখ্যায়িত করে বলেন, এই বীর চট্টগ্রাম থেকে অতীতের মতোই আন্দোলনের তীব্রতা বাড়াবে নেতাকর্মীরা। তিনি বলেন, সৈয়দ ওয়াহিদুল আলমের মতো দলের প্রতি অনুগত নেতা রাজনৈতিক অঙ্গনে আর জন্মাবে না। রাজনৈতিক জীবনে সকল ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধভাবে রাজনীতি করার আহ্বানই ছিল তাঁর রাজনৈতিক শেষ বক্তব্য। আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, সৈয়দ ওয়াহিদুল আলম স্বৈরাচারবিরোধী আন্দোলনে আপোসহীন ছিলেন। প্রতিটি রাজনৈতিক সঙ্কটে ছিলেন সহায়কের ভূমিকায়। তিনি ছিলেন একজন সৎ ও ত্যাগী রাজনীতিবিদ। চাকসু ভিপি নাজিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত শোক সভায় আরও বক্তৃতা করেন কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল সৈয়দ মুহাম্মদ ইবরাহিম ।
×