ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আড়াইহাজারে বজ্রপাতে কৃষক নিহত

প্রকাশিত: ০৪:১৪, ১৫ সেপ্টেম্বর ২০১৮

  আড়াইহাজারে  বজ্রপাতে কৃষক নিহত

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ আড়াইহাজার উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের নরিংদী এলাকায় বজ্রপাতে আব্দুর রহিম (৫০) নামে এক কৃষক নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুর সাড়ে ১২টায়। নিহত আব্দুর রহিম ব্রাহ্মন্দী ইউনিয়নের নরিংদী এলাকার মৃত গহন আলীর ছেলে। জানা গেছে, শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে আব্দুর রহিম নরিংদী এলাকার কৃষি জমিতে কাজ করছিলেন। এ সময় বজ্রবৃষ্টি শুরু হয়। এতে আকস্মিক বজ্রপাতে আব্দুর রহিম গুরুতর আহত হয়। পরে তাকে স্থানীয় জনতা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। খুলনায় কৃষক স্টাফ রিপোর্টার খুলনা অফিস থেকে জানান, খুলনায় বজ্রপাতে মোমিন উদ্দীন গাজী (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে ডুমুরিয়া উপজেলার শোভনা ইউনিয়নের পশ্চিমপাড়া গ্রামে এ বজ্রপাতের ঘটনা ঘটে। এলাকাবাসী ও পুলিশ জানায়, মোমিন উদ্দীন গাজী নিজের ক্ষেতের সবজি তুলে স্থানীয় মাদারতলা বাজারে বিক্রির উদ্দেশে নিয়ে যাচ্ছিন। তিনি আড়ুয়াখালী খেয়াঘাটে পৌঁছালে হঠাৎ বৃষ্টি শুরু হয়। এ সময় বজ্রপাতে তিনি ঘটনাস্থলেই মারা যান। নান্দাইলে যুবক সংবাদদাতা নান্দাইল, ময়মনসিংহ থেকে জানান, নান্দাইল উপজেলায় বজ্রপাতে আজিজুল ইসলাম (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত আজিজুল গাংগাইল ইউনিয়নের ধনারামা গ্রামের খুকন মিয়ার পুত্র। শুক্রবার সকাল ৮টার দিকে চন্ডীপাশা ইউনিয়নের জলা বিলে মাছ ধরতে গিয়ে এ ঘটনা ঘটে। জানা গেছে, শুক্রবার সকালে জলা বিলে হাইত উৎসব ছিল। ওই বিলে মাছ ধরতে এসেছিল আজিজুল। শুক্রবার ভোর থেকেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিল। এ সময় বজ্রপাতে তার শরীর ঝলসে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
×