ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

নরসিংদীতে পুলিশ গ্রামবাসী সংঘর্ষ ॥ আহত চার

প্রকাশিত: ০৪:১২, ১৫ সেপ্টেম্বর ২০১৮

 নরসিংদীতে পুলিশ   গ্রামবাসী সংঘর্ষ ॥ আহত চার

স্টাফ রিপোর্টার, নরসিংদী ॥ শিবপুরে মহাসড়কে ট্রলি ওঠাকে কেন্দ্র করে গ্রামবাসীর সঙ্গে হাইওয়ে পুলিশের সংঘর্ষ হয়েছে। এতে দুই পুলিশ সদস্যসহ চারজন আহত হয়েছে। এর মধ্য এক কলেজছাত্র ও গ্রামবাসী গুলিবিদ্ধ হয়েছে। আহতাবস্থায় সকলকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। শুক্রবার ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুর উপজেলার চৈতন্যা বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। তবে গ্রামবাসীর দাবি মহাসড়কের পাশে বসা বিভিন্ন ফলের দোকান থেকে প্রতিদিন ৫শ’ টাকা করে চাঁদা দাবি করেন হাইওয়ে পুলিশ। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে পুলিশ তাদের ওপর লাঠিচার্জ করে। এ সময় দু’পক্ষের মধ্যে ধাওয়া, পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এতে হাইওয়ে পুলিশ কনস্টেবল মাহাবুব ও বিল্লাল হোসেন আহত হয়। পুলিশ গুলি ছুড়লে দুই পথচারী আহত হয়। এরা হলো সবুজ পাহার কলেজের শিক্ষার্থী অহিদ্দুল্লাহ (১৯) ও মোহন মিয়া (৪০)। তাদের বাড়ি শিবপুর উপজেলার চৈতন্যা গ্রামে। জানা যায়, সকাল সাড়ে ১০টার দিকে ইট বোঝাই একটি ট্রলি মহাসড়ক দিয়ে যাচ্ছিল। টহলরত হাইওয়ে পুলিশ ট্রলিটিকে আটক করে সাত হাজার টাকা আদায় করে। এরই মধ্যে ট্রলিটি সাইড করতে গিয়ে রাস্তার পাশে গর্তে পড়ে যায়। এ সময় পুলিশ গাড়িটিকে মহাসড়ক থেকে সরিয়ে নিতে চালককে তাড়া করে। কিন্তু কোনভাবেই ট্রলিকে ওঠাতে পারছিল না চালক। এতে ক্ষিপ্ত হয়ে হাইওয়ে পুলিশ সদস্যরা ট্রলির চালককে মারপিট শুরু করে। এ সময় মহাসড়কের পাশে বসা ফলের দোকানদাররা এগিয়ে এসে মারপিটের প্রতিবাদ করে। এরই এক পর্যায়ে পুলিশ সদস্যরা ফল দোকানির ওপর লাঠিচার্জ করে।
×