ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা নিয়ে হবিগঞ্জে দুই দিনব্যাপী কর্মশালা শুরু

প্রকাশিত: ০৪:১০, ১৫ সেপ্টেম্বর ২০১৮

 টেকসই উন্নয়ন  লক্ষ্যমাত্রা নিয়ে  হবিগঞ্জে দুই  দিনব্যাপী  কর্মশালা শুরু

নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ, ১৪ সেপ্টেম্বর ॥ টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা নির্ধারণে মনিটরিং ও বাস্তবায়নে এমপিদের ভূমিকা নিয়ে দুদিনব্যাপী এক কর্মশালা শুরু হয়েছে বাহুবল উপজেলার পাহাড়ে অবস্থিত দি প্যালেস লাক্সারি রিসোর্ট অডিটরিয়ামে। জাতীয় সংসদ সচিবালয় ও ইউএনডিপির যৌথ আয়োজনে এবং ইউএন রেসিডেন্ট কো-অর্ডিনেটর মিয়া সাপ্পুর সভাপতিত্বে শুক্রবার দুপুরে শুরু হয় সাসটেনেবল ডেভেলপমেন্ট গোল্ড (সিডিজি-এস) শীর্ষক এই কর্মশালা। এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন ডেপুটি স্পীকার মোঃ ফজলে রাব্বী মিয়া, চীফ হুইফ আ.স.ম ফিরোজ ও হুইপ ইকবালুর রহিম। এছাড়াও এমপি আলহাজ আবু জাহির, এমপি এ্যাডভোকেট আব্দুল মজিদ খানসহ অন্তত ৩০ এমপি এই কর্মশালায় অংশ নেন। এছাড়া এ কর্মশালায় সঙ্গী হয়েছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র রেজওয়ান সিদ্দিকী ববি। ঢাকা থেকে আন্তঃনগর পারাবত ট্রেনযোগে ওই দিন সকাল সাড়ে ১০টায় হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে এমপিরা নামেন। এ সময় হবিগঞ্জ-৩ আসনের এমপি ও জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ আবু জাহির, এমপি মজিদ খান ও জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদসহ পুলিশের উর্ধতন কর্মকর্তারা স্বাগত জানান।
×