ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

হাটহাজারীতে মামা ভাগিনা নিহত

প্রকাশিত: ০৪:১০, ১৫ সেপ্টেম্বর ২০১৮

 হাটহাজারীতে মামা ভাগিনা নিহত

নিজস্ব সংবাদদাতা, ফটিকছড়ি, চট্টগ্রাম, ১৪ সেপ্টেম্বর ॥ হাটহাজারী উপজেলার চারিয়া বুড়িপুকুরপাড় এলাকায় বৃহস্পতিবার রাত ১২টার সময় অটোরিক্সা ও মাইক্রোবাসের সংঘর্ষে অটোরিক্সা চালক নুরুল হুদা(৪৫) ও আবু তৈয়ব (১৫) নামে এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। এরা হচ্ছেন ফটিকছড়ি উপজেলার নানুপুর ইউনিয়নের গামারীতলা গ্রামের মোহাম্মদ আলী পল্লানের বাড়ির জনৈক ইদ্রিসের পুত্র নুরুল হুদা এবং একই এলাকার মোহাম্মদ রফিকের পুত্র মোঃ আবু তৈয়ব। তারা উভয় মামা-ভাগিনা। প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘটনাস্থলে আবুু তৈয়ব প্রাণ হারালেও গুরুতর আহত ৪ জনকে উদ্ধার করে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে সিএনজি চালক নুরুল হুদা অতিরিক্ত রক্তক্ষরণের ফলে মারা যায়। অন্য আহত ৩ জনকে গুরুতর অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করে। জানা গেছে, সিএনজি চালক নূরুল হুদা এবং তার ভাগিনা রাতে হাটহাজারী থেকে গ্যাস নিয়ে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার শিকার হন। . রংপুরে দুই পথচারী নিজস্ব সংবাদদাতা রংপুর থেকে জানান, কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় নিয়ন্ত্রণ হারানো বাসের চাপায় দুই পথচারী নিহত ও আহত হয়েছেন অন্তত ১০ জন। শুক্রবার দুপুর সাড়ে ১২টায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, মিঠাপুকুর উপজেলার আফজালপুর গ্রামের গোলাম মোস্তফার স্ত্রী হাসিনা বেগম (৫৫) ও রংপুর নগরীর বড়বাড়ি হিন্দুপাড়া মহল্লার যোগেশ চন্দ্রের ছেলে দুলাল চন্দ্র (৪৫)। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ‘মায়ের দোয়া’ নামের একটি বাস গাইবান্ধা থেকে এসে রংপুর কেন্দ্রীয় বাস টার্মিনালে ঢোকার পথে নিয়ন্ত্রণ হারিয়ে দুই পথচারীকে চাপা দেয়। পরে বিপরীতমুখী ‘এমকে পরিবহন’র অপর একটি বাসকে সামনে থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ওই দুই পথচারী মারা যান ও এমকে পরিবহনের বাসটি দুমড়েমুচড়ে আহত হন অন্তত ১০ যাত্রী। অতিরিক্ত পুলিশ সুপার সাইফুর রহমান জানান, আহতদের উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। . রাজশাহীতে রোগীর স্বজন স্টাফ রিপোর্টার রাজশাহী থেকে জানান, রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতাল গেটের সামনে মাইক্রোবাসের চাপায় এক রোগীর স্বজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম মুজিবুর রহমান (৫০)। তিনি নওগাঁর সাপাহার উপজেলার এলেননগর গ্রামের কলিম উদ্দিনের ছেলে। বৃহস্পতিবার রাতে রামেক হাসপাতালের প্রধান ফটকের সামনে দ্রুতগতির একটি মাইক্রোবাস তাকে চাপা দেয়। এ সময় তিনি গুরুতর আহন হন। রামেক হাসপাতালে ভর্তির পর রাত সাড়ে ১১টার দিকে তিনি মারা যান। নগরীর রাজপাড়া থানার ওসি হাফিজুর রহমান জানান, নিহত মুজিবুরের ভাই রামেক হাসপাতালে ভর্তি আছেন। মুজিবুর তার জন্য ওষুধ কিনতে যাচ্ছিলেন। এ সময় প্রধান ফটকের সামনে একটি মাইক্রোবাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। পরে রাতেই স্বজনরা মুজিবুরের লাশ বাড়ি নিয়ে যান। . ফরিদপুরে শিক্ষার্থী নিজস্ব সংবাদদাতা ফরিদপুর থেকে জানান, সদরপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় এক শিক্ষার্থী নিহত হয়েছে। নিহত সজীব শেখ(১৭) সদরপুরের চন্দ্রপাড়া ইউনিয়নের ওয়াজ হাওলাদার কান্দি গ্রামের খোকন শেখের পুত্র। শুক্রবার সকাল ৯টার দিকে সদরপুর উপজেলার সদরপুর-চন্দ্রপাড়া সড়কের বেইলি ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সজীব দুই ভাই ও এক বোনের মধ্যে মেজ। তার বাবা একজন কৃষক। জানা গেছে, চন্দ্রপাড়া থেকে সদরপুরের উদ্দেশে ছেড়ে আসা মাল বোঝাই একটি ট্রাককে সদরপুরের নয়রশি নামক স্থানের বেইলি ব্রিজে ওঠার আগে সজীবের পালসার মোটরসাইকেলটি ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপর পড়ে যায়। এ সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক সজীব নিহত হয়। গাড়িতে থাকা অপর দুই আরোহী তুহিন ও মনির শেখ সড়কের পাশের কাঁচা রাস্তার ঢালে পড়ে গুরুতর আহত হয়। . যশোরে দোকান কর্মচারী স্টাফ রিপোর্টার যশোর অফিস থেকে জানান, শেখ হাসিনা সফটওয়্যার পার্কের সামনে শাপলা মিলের অদূরে দুটি মোটরসাইকেলের সংঘর্ষে একজন নিহত ও একজন আহত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে ফুটবল খেলতে দুই বন্ধু মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হলে তারা এই হতাহতের শিকার হয়। দুজন শহরের আরএনরোড এলাকার অটো কর্নার দোকানের কর্মচারী। নিহত ইমন (১৮) যশোর শহরের বেজপাড়া সাদেক দারোগা মোড় এলাকার একলাস হোসেনের ছেলে। এ ঘটনায় আহত তার বন্ধু একই এলাকার আনিছ শেখের ছেলে আলাউদ্দন শেখ (১৯)। আনিছ শেখ জানান, শুক্রবার ছুটির দিন হওয়ায় আলামীন তার বন্ধু ইমনের মোটরসাইকেলে সকালে ফুটবল খেলতে যাওয়ার জন্য বের হয়। পথিমধ্যে পার্কের সামনে শাপলা মিলের অদূরে বিপরীত দিকে থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এতে রাস্তার ওপর ছিটকে পড়ে ইমন ও আলাউদ্দিন গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎধীন সকাল ১০টার দিকে ইমনের মৃত্যু হয়।
×