ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

যৌতুকের জন্য হাত পা ও মুখ বেঁধে গৃহবধূকে নির্যাতন

প্রকাশিত: ০৪:০৬, ১৫ সেপ্টেম্বর ২০১৮

   যৌতুকের জন্য হাত পা ও মুখ বেঁধে  গৃহবধূকে নির্যাতন

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ যৌতুকের দুই লাখ টাকা পরিশোধ না করায় পাষন্ড স্বামী স্ত্রীর হাত, পা ও মুখ বেঁধে নির্যাতন করেছে। স্বামীর অব্যাহত নির্যাতন সইতে না পেরে প্রাণ বাঁচাতে পালিয়ে এখন বাবার বাড়িতে আশ্রয় নিয়েছেন গৃহবধূ সুমা আক্তার। ঘটনাটি জেলার আগৈলঝাড়া উপজেলার ফুল্লশ্রী গ্রামের। শুক্রবার দুপুরে ওই গ্রামের মনির খলিফার কন্যা সুমা আক্তার স্থানীয় প্রেসক্লাবে লিখিত অভিযোগে জানান, চার বছর আগে পার্শ্ববর্তী চেংগুটিয়া গ্রামের মৃত আব্দুল আজিজ ঘরামীর পুত্র মিরাজুল ইসলামের সঙ্গে নগদ ৫০ হাজার টাকা যৌতুক ও স্বর্ণালংকারসহ বিভিন্ন উপটৌকন দিয়ে তার বিয়ে হয়। বিয়ের কয়েকদিন যেতে না যেতেই মিরাজুল ঢাকায় তার ব্যবসা সম্প্রসারণ ও যাতায়াতের জন্য একটি মোটরসাইকেল ক্রয়ের জন্য দুই লাখ টাকা যৌতুক দাবি করে। এতে সে (সুমা) অপরাগতা প্রকাশ করায় প্রায়ই তাকে অমানসিক নির্যাতন করা হয়। আরও জানা গেছে, গত চারদিন পূর্বে দাবিকৃত যৌতুকের টাকা না দেয়ায় ঘরের দরজা জানালা বন্ধ করে ওড়না দিয়ে হাত, পা ও মুখ বেঁধে তাকে (সুমা) নির্যাতন করে পাষ- স্বামী মিরাজুল ইসলাম। এসময় মিরাজুল তার দাবিকৃত দুই লাখ টাকা পরিশোধ করা না হলে তাকে (সুমা) তালাক দিয়ে তার প্রেমিকা খাদিজাকে বিয়ে করবে বলেও হুমকি দেয়। নির্যাতনের হাত থেকে জীবন বঁাঁচাতে সুমা ওইদিন রাতেই পালিয়ে বাবার বাড়িতে আশ্রয় নেয়ার পর মুমূর্ষু অবস্থায় তাকে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
×