ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

নতুন গবেষণা

প্রকাশিত: ০৭:৩৭, ১৪ সেপ্টেম্বর ২০১৮

নতুন গবেষণা

জেব্রাক্রসিং চিনবে স্বয়ংক্রিয় গাড়ি নির্দিষ্ট গন্তব্যের পথ চলার পাশাপাশি পথচারীদের জন্য তৈরি জেব্রাক্রসিংও চিনতে পারে চালকবিহীন গাড়িটি। আশপাশে পথচারী দেখলে নিজ থেকেই থেমে যায়। এ জন্য গাড়িটির সামনে বিশেষ প্রযুক্তির সেন্সরযুক্ত দুটি বড় বড় চোখও রয়েছে। জনপ্রিয় ব্রিটিশ শিশুতোষ টিভি ধারাবাহিকের ‘ব্রুম’ চরিত্রের আদলে তৈরি স্বয়ংক্রিয় গাড়িটি তৈরি করেছে জাগুয়ার। ময়লা পরিষ্কার করবে সেন্সরযুক্ত এ্যাপ রান্নার সময় আশপাশে ময়লা পড়লেই নিজ থেকে ধুয়েমুছে পরিষ্কার করবে ‘রুম্বাআই৭+’। একাধিক সেন্সর ও ক্যামেরাযুক্ত এ্যাপ নিয়ন্ত্রিত ভ্যাকুয়াম ক্লিনারটি নির্দিষ্ট স্থানে গিয়ে ময়লা বা ধুলাবালি ফেলতে পারে। চাইলে মুখের কথায়ও নিয়ন্ত্রণ করা যায়। দাম পড়বে প্রায় এক হাজার ডলার।
×