ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

শ্রীলঙ্কান এয়ারলাইন্সে এবার কাজু বাদাম পরিবেশন বন্ধ

প্রকাশিত: ০৭:১৪, ১৪ সেপ্টেম্বর ২০১৮

শ্রীলঙ্কান এয়ারলাইন্সে এবার কাজু বাদাম পরিবেশন বন্ধ

শ্রীলঙ্কান এয়ার লাইন্সে কাজু বাদাম পরিবেশন বন্ধ করে দেয়া হয়েছে। প্রেসিডেন্ট মাইথিরিপালা সিরিসেনার অপছন্দের কারণে এটি করা হয়েছে বলে জানা গেছে। ফক্স নিউজ। কৃষকদের সঙ্গে এক বৈঠক শেষ করে কলম্বো ফেরার পথে বিমানে প্রেসিডেন্টকে কাজু বাদাম দেয়া হলে রেগে যান তিনি। এতে করে প্রেসিডেন্টের আপত্তিতে ফ্লাইট চলাকালে বাদাম দেয়া বন্ধ করেছে দেশটির জাতীয় এয়ারলাইন্স। সিরিসেনা বলেন, কাঠমান্ডু থেকে কলম্বোতে ফেরার পথে ফ্লাইটে আমাকে কাজু বাদাম দেয়া হয়। কিন্তু এগুলো এতটাই খারাপ ছিল যে কুকুরও খেতে পারবে না। আমি জানতে চাই কে এ বাদামগুলো কিনেছে। এয়ারলাইন্সের মুখপাত্র জানান, বাদাম শুধু বিজনেস ক্লাসে সরবারহ করা হতো। এ ঘটনার পর কাজুর মজুদ অপসারণ করা হয়েছে।
×