ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

হিন্দু মন্দিরে বলি নিষিদ্ধ করছে শ্রীলঙ্কা

প্রকাশিত: ০৭:১৪, ১৪ সেপ্টেম্বর ২০১৮

হিন্দু মন্দিরে বলি নিষিদ্ধ করছে শ্রীলঙ্কা

হিন্দু মন্দিরে ধর্মীয় আচারের অংশ হিসেবে পশু বা পাখি বলি দেয়ার নিয়ম রয়েছে। এর ওপর নিষেধাজ্ঞা জারির সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কা সরকার। এ বিষয়ে ধর্ম মন্ত্রণালয়ের আনা একটি প্রস্তাব বুধবার অনুমোদন করেছে দেশটির মন্ত্রিসভা। হিন্দুদের অধিকাংশ সংগঠন সরকারের এই সিদ্ধান্তে সমর্থন দিয়েছে বলেও দাবি করেছেন ওই কর্মকর্তা। দেবতার প্রতি নৈবেদ্য হিসেবে মন্দিরে পাঠা, ষাঁড় বা মোরগ বলি দেয়া হিন্দু ধর্মের রীতি। কিন্তু বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ শ্রীলঙ্কায় প্রাণী হত্যার এই আচার নিয়ে অসন্তোষ দীর্ঘদিনের। বৌদ্ধদের বিভিন্ন সংগঠন ও প্রাণী অধিকার আন্দোলন কর্মীরা হিন্দু ও মুসলমসানদের উৎসবে পশু বলি ও কোরবানি বন্ধের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে এসেছে। হিন্দুদের মধ্যে অনেকে পশু বলিতে অংশ নেন না। কিন্তু যারা নেন, তারা শ্রীলঙ্কা সরকারের ওই নিষেধাজ্ঞাকে ধর্মীয় আচার পালনের স্বাধীনতায় বাধা হিসেবে দেখছেন। তারা বলছেন, ধর্ম বিশ্বাসের অংশ হিসেবে পশু বলি দেয়ার এই রেওয়াজ চলে আছে প্রাচীনকাল থেকে। -এনডিটিভি
×