ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ধীর গতিসম্পন্ন হয়ে পড়েছে ফ্লোরেন্স

প্রকাশিত: ০৭:১৩, ১৪ সেপ্টেম্বর ২০১৮

ধীর গতিসম্পন্ন হয়ে পড়েছে ফ্লোরেন্স

যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলের দিকে ধেয়ে যাওয়া ঘূর্ণিঝড় ফ্লোরেন্স দুর্বল হয়ে দুই মাত্রার হারিকেনে পরিণত হয়েছে। বুধবার যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার (এনএইচসি) এ তথ্য জানিয়েছে। তবে তা সত্ত্বেও হারিকেনটির প্রভাবে জলোচ্ছ্বাস ও ভারি বৃষ্টিপাত হতে পারে বলে সতর্ক করা হয়েছে। বিবিসি। এনএইচসি জানিয়েছে, ঘণ্টায় সর্বোচ্চ ১৭৫ কিলোমিটার বাতাসের বেগ নিয়ে ফ্লোরেন্স সাউথ ক্যারোলাইনার মার্টল বিচ থেকে ৫২০ কিলোমিটার পূর্ব-দক্ষিণপূর্বে রয়েছে। ঘূর্ণিঝড়টি উত্তর-পশ্চিম দিকে ঘণ্টায় ২৮ কিলোমিটার বেগে অগ্রসর হচ্ছে। বৃহস্পতিবার ফ্লোরেন্সের কেন্দ্রটি নর্থ ও সাউথ ক্যারোলাইনার উপকূলে কাছে পৌঁছবে, এরপর বৃহস্পতিবার রাতে ও শুক্রবার এটি আরও অগ্রসর হয়ে নর্থ ক্যারোলাইনার দক্ষিণ ও সাউথ ক্যারোলাইনার পূর্ব উপকূলের কাছে অথবা ওপরে অবস্থান করবে। হারিকেন ফ্লোরেন্স আঘাত হানতে পারে এই আশঙ্কায় নর্থ ক্যারোলাইনা, সাউথ ক্যারোলাইনা ও ভার্জিনিয়ার প্রায় ১৫ লাখ মানুষকে বাধ্যতামূলকভাবে তাদের বাড়িঘর ছাড়তে বলা হয়েছে।
×