ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মিডিয়াকে নিশানা করা ঠিক নয়, তবে...

প্রকাশিত: ০৭:১৩, ১৪ সেপ্টেম্বর ২০১৮

মিডিয়াকে নিশানা করা ঠিক নয়, তবে...

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সংবাদ মাধ্যমের উদ্দেশে প্রায়শ এ অপ্রীতিকর ভাষা প্রয়োগ করেন। কিন্তু তার উপদেষ্টারা এ বিষয়ে সব সময় তার সঙ্গে একমত নন। উপদেষ্টা কেলিয়ান কনওয়ে বলেন, সংবাদ মাধ্যমের প্রতি ট্রাম্পের আক্রমণ দেশের জন্য শুভ নয়। সিএনএন। কেলিয়ান কনওয়ে সাধারণ জনগণের বিরুদ্ধে ট্রাম্পের বাগাড়ম্বরপূর্ণ বৈরিতা সমর্থন করেন না। সিএনএনে এক নতুন সাক্ষাতকারে সংস্থার সাংবাদিক ক্রিশ্চিয়ান আমানপুর তাকে প্রশ্ন করেন, আচ্ছাÑ আপনি কি এ প্রসঙ্গে প্রেসিডেন্টকে গর্বভরে সমর্থনের চেষ্টা করেন? আমানপুর সাক্ষাতকারের শুরুতেই প্রেসিডেন্টের মিডিয়াবিরোধী সমালোচনার বিষয়ের কনওয়েকে প্ররোচিত করেন বারবার। পিবিএসের ওপর এ নতুন আনুষ্ঠানিক সিএনএনে আমানপুরের বর্তমান অনুষ্ঠানের এক সংযোজন। ট্রাম্প ও সংবাদ মিডিয়ার মধ্যে বৈরী সম্পর্কের উল্লেখ করে আমানপুর প্রেসিডেন্টের উপদেষ্টাকে প্রশ্ন করেন, প্রেসিডেন্টের এ ধরনের সমালোচনা যা আপনার ও আমাদের জন্য দৃশ্যত কল্যাণকর নয়, তা থেকে বেরিয়ে আসার জন্য আপনি কোন পথ খোঁজেন কি না। কনওয়ে বলেন, আমি স্বল্প কথায় এর জাব দেব। প্রথমত আমি স্বীকার করি যে, দু’পক্ষ থেকেই এ ধরনের ভূমিকা রাষ্ট্রের জন্য সুখকর নয়। এটা হচ্ছে, সংবাদ মিডিয়ার বিরুদ্ধে প্রেসিডেন্টের অব্যাহত ভুয়া সংবাদ সমালোচনার ওপর এক উল্লেখযোগ্য মন্তব্য। কনওয়ে বলেন, এ আচরণের মাত্রা কমিয়ে আনার জন্য আমি ও অন্যরা চেষ্টা করেছি। চেষ্টা করেছেন প্রেসিডেন্ট। কিন্তু কনওয়ে সঙ্গে সঙ্গে নেতিবাচক সংবাদ প্রকাশের বিষয়ে তার মূল অভিযোগে চলে যান। তিনি বলেন, আমরা অর্থনৈতিক রিপোর্ট বিষয়ে কথা বলেছি। আমি মনে করি, অর্থনৈতিক প্রবৃদ্ধি কম হলেও মিডিয়ার সে খবর পরিবেশন করা উচিত। যদিও সংবাদ কর্পোরেশনগুলোর কাছ থেকে নিরপেক্ষ সংবাদ না পাওয়ার বিষয়ে অভিযোগ রয়েছে প্রতিটি প্রশাসনের। ট্রাম্পের সঙ্গে মতভেদগুলোর মধ্যে একটি হচ্ছে, তিনি বৈধতা থেকে দূরে সরে যান এবং এমন কি রিপোর্টাররা যে মানুষ তিনি এটাও অনেক সময় ভুলে যান। এটাই কারণ যে, বিশ্বের সর্বোৎকৃষ্ট রিপোর্টারদের মধ্যে অন্যতম সংবাদদাতা আমানপুর কনওয়েকে জ্বালাতন করছেন। আমানপুর প্রশ্ন করেন, বাগাড়ম্বরপূর্ণ উক্তি থেকে সম্ভাব্য বিপদ ও পরিণতিতে আপনার জন্য ব্যক্তিগতভাবে কি কোন চরম নির্দেশ রয়েছে? কনওয়ে প্রশ্নটি এড়িয়ে গিয়ে বলেন, নীতি ও রাষ্ট্রীয় নীতির বিষয়ে প্রাসাদ ষড়যন্ত্রের প্রতি সংবাদ মাধ্যমের মনোযোগের মাত্রা বিষয়ে দুঃখ প্রকাশ করেন।
×