ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৭:০৯, ১৪ সেপ্টেম্বর ২০১৮

টুকরো খবর

‘দক্ষতা বৃদ্ধির বিকল্প নেই’ স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ পরিবর্তিত বিশে^ টিকে থাকার জন্য দক্ষতা বৃদ্ধির বিকল্প নেই। তাই শিক্ষিত তরুণদের নিজেদের দক্ষতাকে শাণিত করতে হবে। দক্ষতা বৃদ্ধি করতে পারলে চাকরি নিয়ে চিন্তা করতে হবে না। বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়ামে অনুষ্ঠিত ‘টেকনিকস ফর দ্য প্রিপারেশন অব প্লাস্টিনেটেড অর্গানস ফর দ্য এনাটমি মিউজিয়াম’ শীর্ষক এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে কথাগুলো বলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান। ইউজিসির চেয়ারম্যান বলেন, বিশ^বিদ্যালয় পর্যায়ে শিক্ষক-শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বিশ^ব্যাংক ও বাংলাদেশ সরকারের অর্থায়নে পরিচালিত উচ্চশিক্ষা মানোন্নয়ন প্রকল্পের মাধ্যমে ২৪০ মিলিয়ন ডলার ব্যয় করা হয়েছে। আগামী ডিসেম্বরে এ প্রকল্পের মেয়াদ শেষ হবে। আমি মঞ্জুরি কমিশনের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণের সময় এই প্রকল্পের সফলতার হার ছিল ৪২ শতাংশ। বর্তমানে এই হার ৯২ শতাংশ। অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক ছিলেন বিশ^বিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. গৌতম বুদ্ধ দাশ। বিশেষ অতিথির বক্তব্য দেন সিভাসু’র প্রতিষ্ঠাতা উপাচার্য প্রফেসর ড. নীতীশ চন্দ্র দেবনাথ, প্রফেসর ড. আবুল কাসেম, প্রফেসর মোঃ আঃ হালিম। প্রফেসর ড. লুৎফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রফেসর ড. মোহাম্মদ মেজবাহ উদ্দিন। কর্মশালায় ৪টি টেকনিক্যাল সেশনে বিভিন্ন বিশ^বিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন। চাঁদপুরে যাত্রীবাহী লঞ্চে অগ্নিকা- নিজস্ব সংবাদদাতা, চাঁদপুর, ১৩ সেপ্টেম্বর ॥ নৌ টার্মিনালে যাত্রীবাহী লঞ্চ এমভি রফ রফে বৈদ্যুতিক শর্টসার্কিটে ইঞ্জিন রুম থেকে অগ্নিকা-ের সূত্রপাত হয়। এতে আগুন নেভাতে ও আতঙ্কিত যাত্রীরা ছোটাছুটি করতে গিয়ে ১৫জন আহত হয়েছেন। অগ্নিকা-ে যাত্রবাহী লঞ্চের ইঞ্জিন, জেনারেটর, পাওয়ার সেকশন, হাওয়ার মেশিন, ডায়াস মেশিনের ক্ষয়ক্ষতি হয়েছে বলে লঞ্চ কর্তৃপক্ষ দাবি করে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় লঞ্চটি চাঁদপুর টার্মিনাল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার সময় এ ঘটনা ঘটে। এ সময় লঞ্চে ৫শতাধিক যাত্রী ছিল। খবর পেয়ে ফায়ার স্টেশনের ৩টি ইউনিট পৌনে ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। রফ রফ লঞ্চের মাস্টার মামুনুর রশিদ জানান, ইঞ্জিনটি চালু করার পরপরই বিকট শব্দ হয়ে আগুনের সূত্রপাত হয়। চট্টগ্রামে তুলার গুদাম স্টাফ রিপোর্টার চট্টগ্রাম অফিস থেকে জানান, নগরীর বহদ্দারহাট এলাকায় একটি তুলার গুদামে অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে সংলগ্ন আরও কয়েকটি দোকান ও বসতঘর। বৃহস্পতিবার দুপুরে এ আগুনের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বহদ্দারহাটের কাশবন রেস্টুরেন্টের পেছনে একটি তুলার গুদামে এই আগুন লাগে। বিদ্যুতস্পৃষ্টে যুবকের মৃত্যু নিজস্ব সংবাদদাতা, পার্বতীপুর, ১৩ সেপ্টেম্বর ॥ পার্বতীপুরে বিদ্যুতের শট সার্কিট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে মধ্যপাড়া কঠিন শিলা খনি সংলগ্ন খাগড়াবন্দ সরকারপাড়া গ্রামে বুধবার রাতে। প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী গ্রামের ডিশ লাইনের কন্টোলরুমে গ্রাহকদের ডিসের সংযোগ দিতে গিয়ে হাবিবুর রহমান (১৯) শট সার্কিটে ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন। নিহতের ছোট ভাই নাহিদ (আহত হলে তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। সে হাসপাতালে চিকিৎসাধীন। তাদের পিতার নাম নূর ইসলাম নূরু। বাড়ি হরিরামপুর ইউনিয়নের খাগড়াবন্দ সরকার পাড়ায়। ইউপি চেয়ারম্যান হত্যাকারীদের গ্রেফতার দাবি স্টাফ রিপোর্টার,সাতক্ষীরা ॥ কালীগঞ্জের কৃষ্ণনগর ইউপি চেয়ারম্যান ও জাপা নেতা মোশারফ হোসেন হত্যাকারীদের গ্রেফতার ও বিচার দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। জেলা জাতীয় পার্টির আয়োজনে বৃহস্পতিবার বেলা ১১ টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচী পালিত হয়। সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আজহার হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, জাতীয় পার্টির কেন্দ্রীয় তথ্য উপদেষ্টা সাবেক প্রতিমন্ত্রী সৈয়দ দীদার বখত, জাপা নেতা নুরুল ইসলাম, আশরাফুজ্জামান আশু, খালিদুর রহমান, নজরুল ইসলাম, মাহাবুবুর রহমান, আনোয়ার জাহিদ তপন, আবদুল্লাহ আলিম বাবু, কামরুজ্জামান, কায়সারুজ্জামান হিমেল প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, মোশারফের ঘাতক ও নেপথ্য মদদদাতাদের গ্রেফতার করতে হবে। তারা বলেন, জনপ্রিয় চেয়ারম্যান মোশারফ হত্যার পর থেকে তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে। তাদেরকে বিভিন্নভাবে হুমকি দেয়া হচ্ছে জানিয়ে নেতৃবৃন্দ এ ব্যাপারে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন। বক্তারা এ সময় চেয়ারম্যান মোশারফ হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার ও ফাঁসির দাবি জানান। এর আগে তারা শহরে একটি বিক্ষোভ মিছিল বের করেন। উল্লেখ্য, চেয়ারম্যান মোশারফ হোসেন ৮ সেপ্টেম্বর কৃষ্ণনগর বাজারে যুবলীগ অফিসে বসে থাকাকালে কয়েক মুখোশধারী সন্ত্রাসী তাকে গুলি করে ও কুপিয়ে হত্যার পর পালিয়ে যায়। এ ঘটনায় এ পর্যন্ত চারজনকে আটক করেছে পুলিশ। বারি’তে প্রযুক্তি বিষয়ে প্রশিক্ষণ স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ বাংলাদেশে মসলাজাতীয় ফসলের গবেষণা জোরদারকরণের লক্ষ্যে ‘মসলা জাতীয় ফসলের উৎপাদন প্রযুক্তি’ শীর্ষক প্রশিক্ষণ বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। গাজীপুর বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) এফএমপিই বিভাগের সেমিনার কক্ষে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বারি’র মহাপরিচালক ড. আবুল কালাম আযাদ। বারি’র মহাপরিচালক ড. আবুল কালাম আযাদ মসলা ফসলের গুরুত্ব ও এর সম্প্রসারণে গবেষক ও সম্প্রসারণবিদ ও এনজিও প্রতিনিধিদের ভূমিকা স্মরণ করিয়ে দেন এবং প্রশিক্ষণলব্ধ জ্ঞান মাঠ পর্যায়ে প্রয়োগ করে বাংলাদেশে মসলা ফসলের উৎপাদন বৃদ্ধিতে সক্রিয় ভূমিকা পালনের জন্য অংশগ্রহণকারীদের আহ্বান জানান। প্রকল্পের অর্থায়নে প্রশিক্ষণ শেষে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বারি’র মহাপরিচালক অংশগ্রহণকারীদের মধ্যে সনদপত্র বিতরণ এবং প্রত্যেকের মাঝে দুটি করে আলুবোখারার চারা বিতরণ করেন। এর আগে প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন বারি’র পরিচালক (সেবা ও সরবরাহ) শোয়েব হাসান। প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করেন আঞ্চলিক মসলা গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মুহাঃ সহিদুজ্জামান।
×