ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান

প্রকাশিত: ০৭:০৭, ১৪ সেপ্টেম্বর ২০১৮

মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ জেলা পরিষদের আয়োজনে বৃহস্পতিবার গরিব মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে জেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য মইদুল ইসলাম ১২৩ মেধাবী ছাত্র-ছাত্রীর মাঝে চার লাখ ৪০ হাজার টাকার বৃত্তি প্রদান করেছেন। জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মানিক রহমানের সভাপতিত্বে বৃত্তি প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের সদস্য এসএম জামাল হোসেন, শহিদুল ইসলাম খান, ফারজানা বিনতে ওহাব, পিয়ারা বেগম, জিল্লুর রহমান মিয়া, মাসুদ আলম খান, উপ-সহকারী প্রকৌশলী জাহিদুর রহমান, প্রশাসনিক কর্মকর্তা আব্দুস সালাম আকন, প্রধান সহকারী আসম মনিরুজ্জামান নাসির প্রমুখ। ইয়াবাসহ মা-ছেলে গ্রেফতার স্টাফ রিপোর্টার, গলাচিপা ॥ পটুয়াখালীর রাঙ্গাবালী থানার পুলিশ বৃহস্পতিবার দুপুরে উপজেলার কোড়ালিয়া লঞ্চঘাটে এমভি জামাল-২ লঞ্চে অভিযান চালিয়ে এক হাজার ইয়াবা বড়িসহ এলাকার চিহ্নিত মাদক বিক্রেতা মা ও ছেলেকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হচ্ছে- মাইনুর বেগম (৪০) ও তার ছেলে হাসান রাব্বি (১৭)। মাইনুর বেগম রাঙ্গাবালী উপজেলার পূর্ব বাহেরচর গ্রামের মোটরসাইকেল মেকানিক লালন মাতবর ওরফে লালুর স্ত্রী। জানা গেছে, যাত্রীবাহী লঞ্চটি বুধবার সন্ধ্যায় যাত্রী নিয়ে ঢাকা থেকে রাঙ্গাবালীর উদ্দেশে ছেড়ে আসে। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ওই লঞ্চের যাত্রী মাইনুর বেগমের ব্যাগ তল্লাশি করে এক হাজার ইয়াবা পাওয়া যায়। তাৎক্ষণিক মা ও ছেলেকে গ্রেফতার করা হয়।
×