ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

চবিতে ভর্তি পরীক্ষার আবেদন শুরু

প্রকাশিত: ০৭:০৭, ১৪ সেপ্টেম্বর ২০১৮

চবিতে ভর্তি পরীক্ষার আবেদন শুরু

চবি সংবাদদাতা ॥ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে স্নাতক প্রথম বর্ষের (২০১৮-১৯ শিক্ষাবর্ষ) ভর্তি পরীক্ষার আবেদন শুরু হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের আইটি ভবনে অবস্থিত ভার্চুয়াল ক্লাসরুমে অনলাইনে ভর্তি কার্যক্রম ও ভর্তি আবেদন প্রক্রিয়ার উদ্বোধন করেন চবি উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। আগামী ৬ অক্টোবর শনিবার রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত অনলাইনে এই আবেদন কার্যক্রম চলবে। ভর্তি পরীক্ষা কমিটি সূত্র জানায়, প্রথমবারের মতো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নিজস্ব তত্ত্বাবধানে অটোমেশন পদ্ধতিতে ভর্তির কার্যক্রম সম্পন্ন করা হবে। ৪টি ইউনিট ও ২টি উপ-ইউনিটের মাধ্যমে ৯টি অনুষদের অধীনে ৪৮টি বিভাগ ও ৫টি ইনস্টিটিউটে ৪,১৮৯টি সাধারণ এবং ৭৩৭টি কোটাসহ সর্বমোট ৪,৯২৬টি আসনের বিপরীতে অনুষ্ঠিত হবে এই কার্যক্রম। কেসিসির বাজেট ঘোষণা স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) ৬৩৭ কোটি ৯ লাখ ৮৬ হাজার টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। চলতি ২০১৮-১৯ অর্থবছরের তৃতীয় মাসে এসে বৃহস্পতিবার দুপুরে নগর ভবনের শহীদ আলতাফ মিলনায়তনে এ বাজেট ঘোষণা করেন কেসিসি মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান। এটি তার মেয়াদকালের শেষ বাজেট। বাজেট ঘোষণা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেসিসির অর্থ ও সংস্থাপন স্থায়ী কমিটির সভাপতি ওয়ার্ড কাউন্সিলর শেখ মোঃ গাউসুল আজম। এ সময় কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা পলাশ কান্তি বালা, কেসিসির কাউন্সিলর, কর্মকর্তাসহ সুধীজন ও মিডিয়া কর্মীরা উপস্থিত ছিলেন। নিজস্ব আয় বৃদ্ধির পরিকল্পনা, সরকার ও বিভিন্ন দাতা সংস্থার প্রতিশ্রুতি এবং জনগণের প্রত্যাশার বিষয়টি বিবেচনায় নিয়ে এ বাজেট প্রণয়ন করা হয়েছে বলে মেয়র উল্লেখ করেন।
×