ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মাদক বিক্রেতার হামলায় আহত ১০

প্রকাশিত: ০৭:০৩, ১৪ সেপ্টেম্বর ২০১৮

মাদক বিক্রেতার হামলায় আহত ১০

নিজস্ব সংবাদদাতা, কালকিনি, মাদারীপুর, ১৩ সেপ্টেম্বর ॥ কালকিনিতে মাদক বিক্রিতে বাধা প্রদান করায় মাদক বিক্রেতাদের হামলায় ১০জন আহত হয়েছে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ বিষয় নিয়ে বৃহস্পতিবার সকালে উভয় পক্ষের মাঝে উত্তেজনা সৃষ্টি হয়। জানা গেছে, পৌর এলাকার পশ্চিম মিনাজী গ্রামের দুলাল উকিলসহ তার লোকজন দীর্ঘদিন ধরে এলাকায় মাদক বিক্রি করে আসছে। বুধবার রাতে তাদেরকে মাদক বিক্রিতে বাধা প্রধান করেন একই এলাকার বারেক হাওলাদার। এতে ক্ষিপ্ত হয়ে দুলাল উকিল তার লোকজন নিয়ে বারেক হাওলাদারকে (৩৫) কুপিয়ে জখম করে। এ হামলার ঘটনার প্রতিবাদ করলে অহিদুল হাওলাদার (২৮), খায়রুল হাওলাদার (২৩), হাফিজুল হাওলাদার (৩০) ও মনির উকিলসহ (৩১) কমপক্ষে ১০জনকে পিটিয়ে আহত করে মাদক বিক্রেতারা। পরে আহতদের কালকিনি হাসপাতালে ভর্তি করা হয়। ৪০ কপোত-কপোতী আটক স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ ফাস্টফুড ও চায়নিজ রেস্তরাঁয় ডেটিং করার সময় বগুড়া নগরীতে বৃহস্পতিবার দুপুরে ৪০ কিশোর-কিশোরীকে আটক করে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়েছে। জেলা প্রশাসন এই শিক্ষার্থীদের অভিভাবকদের ডেকে সন্তানদের তুলে দেন এবং সন্তানদের প্রতি দৃষ্টি রাখার আহ্বান জানান। উল্লেখ্য, বগুড়া নগরী ও শহরতলিতে কিছুদিন ধরেই ফাস্টফুডের কয়েকটি দোকান ও চায়নিজ রেস্তরাঁয় কপোত-কপোতীদের ডেটিং চলছিল। অভিযোগ পাওয়া যায়, নির্দিষ্ট অর্থের বিনিময়ে নির্দিষ্ট সময় পর্যন্ত ওইসব চায়নিজ রেস্তরাঁ ও ফাস্টফুড কর্তৃপক্ষ কপোত-কপোতীদের ডেটিংয়ের জন্য কয়েকটি খোঁপে বসার ব্যবস্থা করে দেয়।
×