ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নির্বাচন নিয়ে দেন দরবার করে লাভ নেই ॥ খাদ্যমন্ত্রী

প্রকাশিত: ০৭:০৩, ১৪ সেপ্টেম্বর ২০১৮

নির্বাচন নিয়ে দেন দরবার করে লাভ নেই ॥ খাদ্যমন্ত্রী

নিজস্ব সংবাদদাতা, কেরানীগঞ্জ, ১৩ সেপ্টেম্বর ॥ খাদ্যমন্ত্রী এ্যাড. কামরুল ইসলাম বলেছেন, নির্বাচন যত ঘনিয়ে আসে কিছু সুশীল, কিছু পরগাছা সেখান থেকে ফায়দা লোটার চেষ্টা করে। তারা পরিবেশকে কাজে লাগিয়ে অস্থিরতা সৃষ্টির মাধ্যমে আখের গোছাতে চায়। এজন্য কিছু রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হয়ে তারা বিদেশেও দেশের বদনাম করে। নানা দেন দরবার করে। কিন্তু এসব দেন দরবার করে লাভ নেই। যথাসময়ে এবং যথা পদ্ধতিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। কেরানীগঞ্জের বটতলী সিরাজউদ্দিন আহমেদ উচ্চ বিদ্যালয় মাঠে ঢাকা-২ আসনে নির্বাচন পরিচালনা সমন্বয় কমিটি তারানগর শাখা আয়োজিত সরকারের উন্নয়ন-সফলতা ও ভবিষ্যত পরিকল্পনা প্রচার সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মাসুদ আকতার মনির সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন, জেলা যুবলীগ সভাপতি শফিউল আজম খান বারকু, ইউসুফ আলী চৌধুরী সেলিম প্রমুখ।
×