ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ ও চীনের কৃষি ভার্সিটির মধ্যে চুক্তি স্বাক্ষর

প্রকাশিত: ০৭:০২, ১৪ সেপ্টেম্বর ২০১৮

বাংলাদেশ ও চীনের কৃষি ভার্সিটির মধ্যে চুক্তি স্বাক্ষর

স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ ॥ কৃষি জাত পণ্য থেকে মানসম্মত খাদ্য উৎপাদন সংরক্ষণ ও বাজারজাতকরণ শিল্প কারখানা স্থাপন ও দুই দেশের মধ্যে শিক্ষার্থী ও গবেষক আদান প্রদানের লক্ষ্যে বাংলাদেশ ও চীনের দুইটি কৃষি বিশ্ববিদ্যালয়ের মধ্যে চুক্তি সম্পাদিত হয়েছে। চীনের দ্বিতীয় বৃহত্তম কৃষি বিশ্ববিদ্যালয় হুয়াঝাং ও বাংলাদেশের রাজশাহী বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সিরাজগঞ্জের হেনরী ইনস্টিটিউট অব বায়োসায়েন্স এ্যান্ড টেকনোলজির মধ্যে এই চুক্তি সম্পাদিত হয়েছে। বুধবার দুপুরে সিরাজগঞ্জের হেনরী ইনস্টিটিউট অব বায়োসায়েন্স এ্যান্ড টেকনোলজির হলরুমে এক সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানের চেয়ারম্যান ড. জান্নাত আরা হেনরী এ তথ্য জানান। একই সঙ্গে ড. জান্নাত আরা হেনরীকে শিক্ষা ও সমাজকল্যাণ ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য চীনা কৃষি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সম্মাননা স্মারক প্রদান করেন। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা শামীম তালুকদার ও পরিচালক একাডেমি ড. হাফিজুর রহমান উপস্থিত ছিলেন। ইয়াবাসহ তিন ছাত্রলীগ কর্মী আটক নিজস্ব সংবাদদাতা, লালমনিরহাট, ১৩ সেপ্টেম্বর ॥ কালীগঞ্জ উপজেলায় ১৫ পিস ইয়াবাসহ ছাত্রলীগের ৩ সদস্যকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার আদালতে সোপর্দ করলে বিচারক জেলহাজতে পাঠায়। বুধবার রাত সাড়ে ১০টায় চলবলা ইউনিয়নের শিয়ালখাওয়া গ্রাম থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো, আদিতমারী বুড়িরবাজার এলাকার মাহমুদুল ইমতিয়াজ টগর, একই উপজেলার মাস্টারপাড়া এলাকার আরিফ হোসেন ও হোসেন আলী। এরা তিনজনেই উপজেলা ছাত্রলীগের স্বক্রিয় কর্মী। কণ্ঠশিল্পী ন্যান্সি ও তার স্বামীকে গ্রেফতার দাবি নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা, ১৩ সেপ্টেম্বর ॥ জনপ্রিয় কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি ও তার স্বামী নাজিমুজ্জামান জায়েদকে দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বৃহস্পতিবার নেত্রকোনা সরকারী কলেজ ক্যাম্পাসে মানববন্ধন হয়েছে। ওই কলেজের অনার্স ২য় বর্ষের ছাত্রী সামিউন্নাহার শানুকে যৌতুকের জন্য নির্যাতনের ঘটনায় তার সহপাঠীরা এ মানববন্ধনের আয়োজন করে। সকাল সাড়ে ১১টা থেকে ঘণ্টাব্যাপী মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন ছাত্রলীগের নেত্রকোনা সরকারী কলেজ শাখার সভাপতি সুমন সরকার অপু, সহ-সভাপতি খালিদ সাইফুল্লাহ সাদী বাবু, আলী আযহার বিপু, মীর ছোটন, শানুর সহপাঠী তাসরুবা ইয়াসমিন সম্পা, লাবনী আক্তার ঐশী ও আনিকা তাবাসসুম অমি প্রমুখ।
×