ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আগামী নির্বাচন সঠিক সময়েই হবে ॥ পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: ০৭:০২, ১৪ সেপ্টেম্বর ২০১৮

আগামী নির্বাচন সঠিক সময়েই হবে ॥ পররাষ্ট্রমন্ত্রী

স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ পররাষ্ট্রমন্ত্রী এএইচএম মাহমুদ আলী এমপি বলেছেন, দেশের চলমান রাজনৈতিক ধারাবাহিকতায় নির্বাচনে কোন বাধা নেই। তবে একটি মহল নির্বাচনে বাধা সৃষ্টি করতে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। সরকার দেশের উন্নয়নের ধারাবাহিকতা চলমান রেখে জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে। আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচন সঠিক সময়ে সম্পন্ন হবে। বৃহস্পতিবার বিকেলে দিনাজপুর চিরিরবন্দর উপজেলার আমতলী উচ্চ বিদ্যালয় মাঠে ১০নং পুনট্টি আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে রাখছিলেন পররাষ্ট্রমন্ত্রী এএইচএম মাহমুদ আলী এমপি। তিনি বলেন, দেশে ব্যাপক উন্নয়ন কর্মকা- হয়েছে এবং উন্নয়ন কর্মকা- চলমান রয়েছে। এসব উন্নয়ন কর্মকা- দেখে বিএনপি এবং তার দোসর রাজাকার আল-বদর ও জামায়াতের সন্ত্রাসীরা জ্বলে পুড়ে মরছে। তারা এই উন্নয়নের ধারাবাহিকতা নস্যাৎ ও উন্নয়নে বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র চালাচ্ছে। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের জনগণকে নিয়ে ওই কুচক্রী মহলের ষড়যন্ত্র কোনভাবে সফল করতে দেবে না। তিনি দেশের উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিতে জনগণের প্রতি আহ্বান জানান। চিরিরবন্দর উপজেলার ১০নং পুনট্টি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোকসেদ আলী শাহের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আয়বুর রহমান, সাধারণ সম্পাদক অধ্যক্ষ আহসানুল হক মুকুল, সাংগঠনিক সম্পাদক আজিমুদ্দিন গোলাপসহ অন্যান্য নেতৃবৃন্দ। এর আগে পররাষ্ট্রমন্ত্রী চিরিরবন্দর উপজেলার ৫টি প্যাকেজে ২০ দশমিক ৩২ কিলোমিটার কাচা রাস্তা পাকাকরণ এবং ২১টি কালভার্ট নির্মাণ কাজের উদ্বোধন করেন।
×