ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সবধরনের ক্রিকেট থেকে কলিংউডের অবসর

প্রকাশিত: ০৬:৪৫, ১৪ সেপ্টেম্বর ২০১৮

সবধরনের ক্রিকেট থেকে কলিংউডের অবসর

স্পোর্টস রিপোর্টার ॥ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন ৭ বছর আগে। কিন্তু বিভিন্ন পর্যায়ের ক্রিকেট খেলে যাচ্ছিলেন ৪২ বছর বয়সী পল কলিংউড। অবশেষে ২২ বছরের ক্রিকেট ক্যারিয়ারে ইতি টানার ঘোষণা দিলেন সাবেক এ ইংল্যান্ড জাতীয় দলের অলরাউন্ডার। এবারের মৌসুম শেষেই তিনি সবধরনের ক্রিকেট থেকে অবসরে যাবেন। বর্তমানে ডারহাম অধিনায়ক ও ইংল্যান্ডের সাবেক অলরাউন্ডার বৃহস্পতিবার অবসরের সিদ্ধান্ত জানিয়ে দেন। ১৯৯৬ সালে নিজ শহরের কাউন্টি ক্লাবে (ডারহাম) অভিষেক হয়েছিল কলিংউডের। তারপর থেকে সবধরনের ফরমেটে ৮৮০টি ম্যাচ খেলেছেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে ইংল্যান্ডকে একমাত্র বৈশ্বিক শিরোপা (টি২০ বিশ্বকাপ) জেতানো কলিংউডকে ডারহামের ‘সর্বকালের সেরা স্কোরার ও সবচেয়ে উজ্জ্বল খেলোয়াড়’ আখ্যা দেয়া হয়। ২০০৮, ২০০৯ ও ২০১৩ সালে ডারহামকে কাউন্টি চ্যাম্পিয়নশিপ এনে দেয়া কলিংউড ৩০৪টি প্রথম শ্রেণীর ম্যাচ খেলেছেন। বেশ সমৃদ্ধ তার ক্যারিয়ার- ১৬,৮৯১ রান করেছেন, নিয়েছেন ৩০৪ উইকেট। এই ক্লাবের হয়েই কাউন্টি চ্যাম্পিয়নশিপে মিডলসেক্সের বিপক্ষে শেষবার ব্যাট হাতে নেবেন ৪২ বছর বয়সী ক্রিকেটার। ২০১০ সালে ইংল্যান্ডের টি২০ বিশ্বকাপ জয়ী অধিনায়ক তার অবসরের ঘোষণায় জানান, ‘অনেক চিন্তা ভাবনার পর আমি এই মৌসুম শেষে ক্রিকেট থেকে অবসর নেয়ার সিদ্ধান্ত জানাচ্ছি। জানতাম যে এই দিনটি একদিন আসবেই, এরপরও এটা করে ফেলা সহজ নয়। যদিও এটা অনেক আবেগের বিষয়, কিন্তু আমি জানি এটাই সঠিক সময়।’ দেশকে প্রথম ট্রফি এনে দেয়ার পর ২০১১ সালের মার্চে বাংলাদেশের বিপক্ষে চট্টগ্রামে ওয়ানডে খেলে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন কলিংউড। ৬৮ টেস্ট খেলে ১০ সেঞ্চুরি, ২০ হাফসেঞ্চুরিসহ ৪২৫৯ রান, ১৯৭ ওয়ানডেতে ৫ সেঞ্চুরি, ২৬ হাফসেঞ্চুরিসহ ৫০৯২ রান এবং ৩৬ টি২০ ম্যাচে ৩ হাফসেঞ্চুরিসহ ৫৮৩ রান করেছেন কলিংউড।
×