ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সিরিজ হারের পর তোপের মুখে শাস্ত্রী

প্রকাশিত: ০৬:৪২, ১৪ সেপ্টেম্বর ২০১৮

সিরিজ হারের পর তোপের মুখে শাস্ত্রী

স্পোর্টস রিপোর্টার ॥ ইংল্যান্ডের মাটিতে আর ভাগ্য বদলালো না ভারতীয় ক্রিকেট দলের। এবার অধিনায়ক বিরাট কোহলি দুর্দান্ত খেলে সিরিজের সেরা খেলোয়াড় হয়েছেন। দলও অন্তত দুটি ম্যাচে দারুণ লড়াই করেছে। কিন্তু এরপরও ৫ ম্যাচের টেস্ট সিরিজে ৪-১ ব্যবধানে লজ্জার পরাজয় মেনেছে সফরকারী ভারত। টানা দুই বিদেশ সফরে হার দেখে ফিরেছে তারা। অথচ বর্তমানে বিশ্বের এক নম্বর টেস্ট দল ভারত। এ কারণে কোচ রবি শাস্ত্রীর সিংহাসন টলে উঠেছে। কঠিন তোপের মুখে পড়েছেন তিনি। সৌরভ গাঙ্গুলী, সুনীল গাভাস্কার ও বীরেন্দর শেবাগসহ সাবেক ক্রিকেটাররা ও ক্রিকেট বোদ্ধারা তার তীব্র সমালোচনায় মুখর হয়ে উঠেছেন। বিদেশের মাটিতে গত ৯ সিরিজে মাত্র একবারই জয় দেখেছে ভারতীয় ক্রিকেট দল। অথচ ঘরের মাঠে একেবারে অপ্রতিরোধ্য কোহলিরা। কিন্তু বিদেশে যেন তাদের পাত্তাই দেয় না কোন দল। বিশ্বের এক নম্বর টেস্ট দলটির এবার ইংল্যান্ড সফরে দেখা গেল বেহাল অবস্থা। ট্রেন্টব্রিজে একটি ম্যাচ জিততে পারলেও লর্ডসে কলঙ্কজনক ব্যাটিং প্রদর্শনীতে লজ্জার হার, বার্মিংহাম, সাউদাউম্পটন ও কেনিংটন ওভালে পরাজয়ের গ্লানি সঙ্গী হয়েছে ভারতের। অথচ সবগুলো ম্যাচেই শাস্ত্রীর মুখে যে শাস্ত্রীয় বাণী ছিল তা হচ্ছে, জিতবে তার শিষ্যরা। বছরের শুরুতে দক্ষিণ আফ্রিকার মাটিতেও খুব বাজেভাবে হেরে গিয়েছিল ভারতীয় দল। আগামী নবেম্বরে আরেকটি বড় চ্যালেঞ্জ কোহলিদের সামনে। অস্ট্রেলিয়ার মাটিতে খেলতে হবে এবার। সফরটি শেষ করেই আবার কিছুদিন পর ওয়ানডে বিশ্বকাপ। এর আগেই এশিয়া কাপে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে লড়তে হবে। তাই অগ্নিপরীক্ষার মুখে আছে ভারতীয় দল। কোচ শাস্ত্রীর প্রতি ক্ষুণœ হয়েছেন অনেকেই। সাবেক অধিনায়করাও শাস্ত্রীর দিকে তেড়েফুঁড়ে যাচ্ছেন কথার বাণ নিয়ে। হামবড়া ভাব দেখানো শাস্ত্রী কিছুদিন আগেই ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের মধ্যে দাবি করেছেন যে তার এখনকার দলটি গত ১৫ বছরের মধ্যে সেরা কিছু দেখানোর পর্যায়ে রয়েছে। কিন্তু সেটার বিপরীতটাই ঘটতে দেখেছে সবাই। এ বিষয়ে একটি ক্রিকেট ওয়েবসাইটের চীফ এডিটর সামবিত বল বলেন, ‘আত্মবিশ্বাস খুবই ভাল একটি গুণ। কিন্তু নিজের বুলির প্যাঁচে নিজেই জড়িয়ে পড়াটা মানুষের সামনে আত্মপরাজয়। ভারতের কিছু ভাল মুহূর্ত ছিল, কিন্তু স্কোরকার্ড তো বলছে ৪-১ এবং ভারত অবশ্যই যতটা বলেছে ততটা ভাল অবস্থানে থাকতে পারেনি। তাদের আরও ভাল করাটাই উচিত ছিল, কিন্তু সেটাও পারেনি। এটা টানা দুটি বিদেশ সিরিজে দেখা গেল।’ সিরিজের সর্বশেষ ম্যাচে কেনিংটন ওভালে শাস্ত্রী তার দলের প্রশংসায় ছিলেন পঞ্চমুখ। অথচ ১১৮ রানে হেরে যাওয়াতে সিরিজের ফলাফল ৪-১ হয়ে গেছে। এ কারণে সবারই ভ্রƒ কুঁচকে ওঠে শাস্ত্রীর কথায়। তিনি ওইদিন বলেছিলেন, ‘যদি গত তিন বছরের অবস্থা দেখেন, আমরা ৯ ম্যাচ জিতেছি বাইরে এবং তিনটি সিরিজ। আমি আর কোন ভারতীয় দল গত ১৫/২০ বছরের মধ্যে দেখিনি যারা এত স্বল্প সময়ে এরকম পারফর্মেন্স দেখিয়েছে।’ উল্লেখ্য, শ্রীলঙ্কায় দুটি এবং ওয়েস্ট ইন্ডিজে একটি সিরিজ জিতেছে ভারত। কিন্তু শাস্ত্রীর কথায় সাবেক তারকাদের অবমাননায় করা হয়েছে বলে মনে করছেন সবাই। গত বছর শাস্ত্রীকে কোচ হিসেবে নিয়োগের কমিটিতে ছিলেন সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী। তিনি দাবি করেছেন, ‘শাস্ত্রীর দাবিগুলো অপরিপক্বতা এবং তার উচিত দলের উন্নতি সাধন করা।’ সুনীল গাভাস্কার এখানে উল্লেখ করেন আশির দশকে ইংল্যান্ডে গিয়ে ভারতের সিরিজ জয়। এছাড়া ২০০৭ সালেও সিরিজ জয়ের বিষয়টিও তুলে আনেন তিনি। সাবেক ওপেনার বীরেন্দর শেবাগ বলেন, ‘পারফর্মেন্সের ভিত্তিতে সবচেয়ে সেরা সফরকারী দল বিবেচিত হয় এবং ড্রেসিং রুমে বসে থেকে এটা নিয়ে কথা বললেই হয় না।’
×