ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

‘রোনাল্ডো বিশ্বের সেরা ফুটবলার’

প্রকাশিত: ০৬:৩৮, ১৪ সেপ্টেম্বর ২০১৮

‘রোনাল্ডো বিশ্বের সেরা ফুটবলার’

জাহিদুল আলম জয় ॥ ক্রিস্টিয়ানো রোনাল্ডোকে বর্তমান বিশ্বের সেরা ফুটবলার হিসেবে অভিহিত করেছেন ফরাসী মিডফিল্ডার ব্লেইস মাতুইদি। এক সাক্ষাতকারে এই মিডফিল্ডার বলেছেন, সি আর সেভেন দলে আসায় এবার জুভেন্টাস চ্যাম্পিয়ন্স লীগ জয়ে ফেবারিটের তালিকায় থাকবে। তিনি বিশ্বাস করেন, ইউরোপীয় ক্লাব ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে পার্থক্য গড়ে দেবেন পর্তুগাল অধিনায়ক। স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদের হয়ে দারুণ সফল ছিলেন রোনাল্ডো। গত পাঁচ বছরে ক্লাবটিকে চারবার চ্যাম্পিয়ন্স লীগ জেতানোয় বড় অবদান রাখেন। এর মধ্যে ২০১৭ সালে কার্ডিফের ফাইনালে জুভেন্টাসের বিপক্ষে দলের জয়ে জোড়া গোল করেছিলেন। রিয়ালের হয়ে নয় বছরের ক্যারিয়ারে ইতি টেনে জুলাইয়ে ১১ কোটি ২০ লাখ ইউরো ট্রান্সফার ফিতে জুভেন্টাসে পাড়ি জমান রোনাল্ডো। দলটির হয়ে এখনও কোন গোলের দেখা পাননি ৩৩ বছর বয়সী এই খেলোয়াড়। ইতালির ঘরোয়া ফুটবলে সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখলেও চ্যাম্পিয়ন্স লীগে তেমনটা পারছে না জুভেন্টাস। ২০১৫ সালেও ইউরোপ সেরা প্রতিযোগিতার ফাইনালে উঠেছিল তারা। কিন্তু বার্সিলোনার কাছে হেরে যায় তুরিনের ক্লাবটি। রোনাল্ডোকে তাঁবুতে পেয়ে ১৯৯৬ সালের পর জুভেন্টাস ইউরোপীয় পর্যায়ে প্রথম শিরোপা জিতবে বলে বিশ্বাস মাতুইদির। সাক্ষাতকারে ৩১ বছর বয়সী এই জুভেন্টাস মিডফিল্ডার বলেন, রোনাল্ডোর মাঝে ভিন্ন কিছু আছে। আমরা এমন একজন খেলোয়াড়ের ব্যাপারে কথা বলছি যিনি পাঁচবার ব্যালন ডি’অর জিতেছেন। আমরা বলতে পারি, সে বিশ্বের সেরা। তাকে আমাদের সঙ্গে পেয়ে আমরা কেবল খুশিই হতে পারি। নিশ্চিতভাবে তার অভিজ্ঞতায় অন্যতম হলো অনেক ম্যাচ জেতা, বিশেষ করে চ্যাম্পিয়ন্স লীগে। মৌসুমের গুরুত্বপূর্ণ সময়টায় এটা আমাদের সহযোগিতা করবে। আগামী ২৩ অক্টোবর ইংল্যান্ডের ওল্ডট্র্যাফোর্ডে ফিরবেন রোনাল্ডো। চ্যাম্পিয়ন্স লীগের গ্রুপপর্বে নিজের সাবেক ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের মুখোমুখি হবেন বর্তমান ক্লাব জুভেন্টাসের হয়ে। এদিকে রিয়ালের টানা তিনবার চ্যাম্পিয়ন্স লীগ জেতার পেছনে রোনাল্ডোর ভূমিকাই বেশি ছিল বলে মনে করেন আলেসান্দ্রো দেল পিয়েরো। যে কোন কোচের চেয়ে তার উপস্থিতি বেশি গুরুত্বপূর্ণ বলেও মন্তব্য তার। সাবেক ইতালিয়ান তারকা বলেন, রোনাল্ডোর চেয়ে কোন কোচ গুরুত্বপূর্ণ আছে বলে আমি মনে করি না। সে অবিশ্বাস্য ফুটবলার। একজন চ্যাম্পিয়ন। মানসিকভাবে তার মতো কেউ নেই। পিয়েরো ১৯৯৬ সালে জুভেন্টাসের হয়ে চ্যাম্পিয়ন্স লীগ জেতেন। তিনি মনে করেন এই মৌসুমে তার সাবেক দল চ্যাম্পিয়ন্স লীগে ফেবারিট। এ প্রসঙ্গে পিয়েরো বলেন, রিয়াল প্রথম সারিতে থাকলেও জুভেন্টাস সেরার দৌড়ে থাকবে। এরপর ম্যানচেস্টার সিটি এবং পিএসজি। তারপর বার্সিলোনা, বেয়ার্ন মিউনিখ এবং লিভারপুল। রোনাল্ডো এখনও নতুন ক্লাবে সফল হতে না পারলেও তার প্রভাবে ইতালির সামগ্রিক শেয়ার বাজারে ইতিবাচক প্রভাব পড়েছে। দেশটির শেয়ার যখন পতনের দিকে তখন জুভেন্টাসের শেয়ারের দর গত মাসের চেয়ে ৬২ শতাংশ বেড়েছে। রোনাল্ডো ক্লাবটিতে যোগ দেয়ার পরই মিলান স্টক এক্সচেঞ্জে তাদের প্রভাব বাড়ছে। রোনাল্ডো যোগ দেয়ার পর জুভদের শেয়ারের দাম পৌঁছে যায় ১.৪৭ ইউরোতে। এর আগের রেকর্ডটি ২০০২ সালের ৩ জানুয়ারির। তখন শেয়ারের দাম ওঠে ১.৩২ ইউরো। জানা গেছে, আগামী সপ্তাহে শেয়ার বাজারে জুভেন্টাসের এই প্রভাব আরও বাড়তে পারে। সি আর সেভেনের কারণে ক্লাবের সাধারণ মূলধনও ঐতিহাসিক উচ্চতায় উঠেছে। সর্বোচ্চ মূল্যে উঠেছে ১৩৫০ মিলিয়নে। স্টক মূল্য বছরের শুরুতে যা ছিল এটি সার্বিকভাবে তারচেয়ে ৮৬ শতাংশ বেশি।
×