ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

৫ বছর কারাদ-ের বিধান

সড়ক পরিবহন বিল সংসদে উত্থাপন

প্রকাশিত: ০৬:০৫, ১৪ সেপ্টেম্বর ২০১৮

সড়ক পরিবহন বিল সংসদে উত্থাপন

সংসদ রিপোর্টার ॥ কোন ব্যক্তির বেপরোয়া ও অবহেলাজনিত গাড়ি চালানোর কারণে দুর্ঘটনা ঘটলে এবং সেই দুর্ঘটনায় কেউ আহত বা নিহত হলে সর্বোচ্চ ৫ বছর কারাদ- বা ৫ লাখ টাকা জরিমানা বা উভয় দ-ের বিধান রেখে জাতীয় সংসদে বহুল আলোচিত সড়ক পরিবহন বিল-২০১৮ উত্থাপন করা হয়েছে। তবে গুরুতরভাবে কোন ব্যক্তি আহত হলে বা তার প্রাণহানি ঘটলে এ সংক্রান্ত অপরাধ দ-বিধি-১৮৬০-এর সংশ্লিষ্ট বিধান অনুযায়ী অপরাধ বলে গণ্য হবে। স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বৃহস্পতিবার জাতীয় সংসদ অধিবেশনে বহুল আলোচিত ওই বিলটি উত্থাপন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
×