ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

উবাচ

প্রকাশিত: ০৫:৫৭, ১৪ সেপ্টেম্বর ২০১৮

উবাচ

মশারির মধ্যে মশারি! স্টাফ রিপোর্টার ॥ নির্বাচন সামনে রেখে তৃণমূলকে সংগঠিত করার চেষ্টা করছে সরকারী দল আওয়ামী লীগ। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে বিভিন্ন জেলায় সাংগঠনিক সফর করছেন নেতারা। ওবায়দুল কাদের সম্প্রতি উত্তরবঙ্গ সফরে গিয়ে নেতাকর্মীর উদ্দেশে বলেছেনÑ ঘরের মধ্যে ঘর বানানোর চেষ্টা করবেন না। মশারির মধ্যে মশারি টানানোর চেষ্টা করবেন না। শেখ হাসিনার এ্যাকশন ডাইরেক্ট এ্যাকশন। তিনি বলেছেন, বিশৃঙ্খলা করবেন না। বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে এ্যাকশন শুরু হয়ে গেছে। তিনদিনের মধ্যেই শোকজ যাবে: দিনাজপুর যাবে, রাজশাহী যাবে, বরগুনা যাবে, সিলেট যাবে। হলুদের মতো স্টাফ রিপোর্টার ॥ কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম বলেছেন, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত রান্নায় দেয়া হলুদের মতো। সম্প্রতি অর্থমন্ত্রীর একটি মন্তব্যের পরিপ্রেক্ষিতে শনিবার রাজধানীর মতিঝিলে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বঙ্গবীর এ কথা বলেন। কাদের সিদ্দিকীর মন্তব্য, তিনি (অর্থমন্ত্রী) মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানে ছিলেন, পরে তিনি মুক্তিযুদ্ধের পক্ষে সমর্থন দিয়েছেন। উনি বিএনপির আমলে সরকারের সঙ্গে কাজ করেছেন, এরশাদের আমলে জাতীয় পার্টির মন্ত্রী ছিলেন। উনি এখন আওয়ামী লীগের সঙ্গে আছেন। উনি রান্নায় দেয়া হলুদ ছাড়া আর কিছু নন। তবে এটা সকলেই জানেন মুক্তিযুদ্ধকালে অর্থমন্ত্রী পাকিস্তানে নয়, মার্কিন যুক্তরাষ্ট্রে ছিলেন। এবং সেখান থেকেই মুক্তিযুদ্ধে যোগদান করেন। নৌকা ভাসাবেন মওদুদ স্টাফ রিপোর্টার ॥ আওয়ামী লীগের নৌকা এক মাসের মধ্যে ভাসিয়ে দিতে চাচ্ছেন মওদুদ আহমদ। বিএনপির স্থায়ী কমিটির সদস্য প্রবীণ এই আইনজীবী নৌকা ভাসিয়ে দেয়ার জন্য নেতাকর্মীদের প্রস্তুতি নিতে বলেছেন। এর আগেও বিএনপি কোন আন্দোলনে নেমে সুবিধা করতে পারেনি। দলীয় চেয়ারপার্সন জেলে গেলেও আন্দোলনে নেই বিএনপি। তবে নির্বাচন নিয়ে আবার তোড়জোড় শুরু করেছে বিএনপি। মওদুদ বলেন, ‘আর বেশি সময় নেই’ এই এক মাসের মধ্যে এমন আন্দোলনের ব্যবস্থা করতে হবে যার মাধ্যমে এই সরকারের নৌকা পানিতে ভেসে যাবে। সেই আন্দোলনের প্রস্তুতি নিন। এ সময় মওদুদ বলেন, খালেদা জিয়াকে স্বাভাবিক আইনী প্রক্রিয়ায় মুক্ত করা যাবে না। এজন্য রাজপথে আন্দোলন করতে হবে।
×