ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের নামে শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য সংগ্রহের উদ্যোগ

প্রকাশিত: ০৫:৫৬, ১৪ সেপ্টেম্বর ২০১৮

বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের  নামে শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য সংগ্রহের উদ্যোগ

স্টাফ রিপোর্টার ॥ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাঁর পরিবারের সদস্য ও বীরশ্রেষ্ঠদের নামে প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠানগুলোর তথ্য চেয়েছে সরকার। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে দেশের ৮ বিভাগীয় কমিশনারকে এ সংক্রান্ত একটি চিঠি পাঠানো হয়েছে। ওই চিঠির প্রেক্ষিতে দ্রুত তথ্য জানাতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরকে (মাউশি) নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষা মন্ত্রণায়ের কর্মকর্তারা জানিয়েছেন, তারা ইতোমধ্যেই মাউশিকে নির্দেশ দিয়েছেন। যতদ্রুত সম্ভব জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বা তাঁর পরিবারের সদস্যদের নামে গড়ে ওঠা সকল শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য একটি নির্দিষ্ট ফরমে পাঠাতে বলা হয়েছে। জানা গেছে, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে দেশের ৮ বিভাগীয় কমিশনারকে এ সংক্রান্ত একটি চিঠি পাঠানো হয়েছে। যেখানে বিভাগীয় কমিশনারদের বিভাগীয় শহর, জেলা শহর এবং উপজেলায় অবস্থিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে বা তাঁর পরিবারের সদস্যদের নামে অথবা বীরশ্রেষ্ঠদের নামে প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠানগুলোর তথ্য জরুরী ভিত্তিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠাতে বলা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবদেরও এ বিষয়ে অবগত করেছে প্রধানমন্ত্রীর কার্যালয়। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর থেকে সকল অঞ্চলিক উপ-পরিচালকদের এ সংক্রান্ত একটি চিঠি পাঠানো হয়েছে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের পরিচালক (বিদ্যালয়) অধ্যাপক ড. আব্দুল মান্নান জনকণ্ঠকে বলেছেন, হ্যাঁ আমরা এ বিষয়ে একটি চিঠি পেয়েছি। চিঠির পাওয়ার পর ইতোমধ্যেই আমরা কাজ শুরু করেছি। একটি নির্দিষ্ট ছকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বা তাঁর পরিবারের সদস্যদের নামে প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠানগুলোর তথ্য জানাতে আমরা সারাদেশে নির্দেশ দিয়েছি। সকল আঞ্চলিক উপ-পরিচালকদের এ সংক্রান্ত একটি চিঠি পাঠানো হয়েছে। যৌক্তিক কারণ ছাড়া কোন শিক্ষক অনুপস্থিত থাকতে পারবেন না ॥ প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত সরকারী প্রাথমিক বিদ্যালয়ের কোন শিক্ষক যৌক্তিক কারণ ছাড়া বিদ্যালয়ে অনুপস্থিত থাকতে পারবেন না। প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি ও পরীক্ষার ফল ভাল করার জন্য শিক্ষক ও শিক্ষা কর্মকর্তাদের এ রকম আরও কিছু নির্দেশনা দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
×