ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নীলফামারীতে মুখোমুখি মালদ্বীপের নিউ রেডিয়্যান্ট ক্লাব ও বসুন্ধরা কিংস

প্রকাশিত: ০৭:০২, ১৩ সেপ্টেম্বর ২০১৮

 নীলফামারীতে মুখোমুখি মালদ্বীপের নিউ রেডিয়্যান্ট ক্লাব ও বসুন্ধরা কিংস

তাহমিন হক ববী নীলফামারী থেকে ॥ ফুটবলের দর্শক মাতাতে এবার নীলফামারীর শেখ কামাল স্টেডিয়ামে অভিষেক করতে যাচ্ছে রাশিয়া বিশ্বকাপের কোস্টারিকার ফরোয়ার্ড ড্যানিয়েল কলিনড্রেস। তার পায়ের জাদু দেখতে এবার নতুন উদ্যোমে নীলফামারীর ফুটপ্রেমী দর্শক অধিক আগ্রহে অপেক্ষা করছে। ২১ সেপ্টেম্বর বিকালে কোস্টারিকার ফরোয়ার্ড ড্যানিয়েল কলিনড্রেস খেলবে বাংলাদেশের বসুন্ধরা কিংস ফুটবল দলে। আন্তর্জাতিক এই প্রীতিম্যাচে বসুন্ধরা কিংসের আমন্ত্রণে বাংলাদেশ আসছে মালদ্বীপ চ্যাম্পিয়ন নিউ রেডিয়্যান্ট। গতকাল বুধবার নীলফামারী জেলা ক্রীড়া সংস্থার সম্মেলন কক্ষে প্রেস বিফ্রিংয়ে বিষয়টি নিশ্চিত করেন বসুন্ধরা কিংস ক্লাবের সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম মিনহাজ। তিনি জানান, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহযোগিতায় মালদ্বীপ চ্যাম্পিয়ন নিউ রেডিয়্যান্টকে নিজস্ব খরচে বাংলাদেশে আনছে বসুন্ধরা গ্রুপ। বসুন্ধরা কিংস ও নিউ রেডিয়্যান্ট প্রীতিম্যাচে মুখোমুখি হবে। গত ২৯ আগস্ট বাংলাদেশ-শ্রীলঙ্কার প্রীতিম্যাচের আয়োজন করেছিল নীলফামারী শেখ কামাল স্টেডিয়ামে। শেখ কামাল স্টেডিয়ামে দর্শকের ঢল নেমেছিল। ফলে নীলফামারীর শেখ কামাল স্টেডিয়ামে রচিত হয় ঢাকার বাইরে ফুটবল দর্শকের নতুন ইতিহাস। সেদিন প্রায় ২১ হাজার ধারণক্ষমতার স্টেডিয়ামে তিলধারণের জায়গা ছিল না। ওই খেলার মধ্য দিয়ে ফুটবলে আন্তর্জাতিক ভেন্যু হিসেবে অভিষেক হয়েছিল শেখ কামাল স্টেডিয়ামের। বসুন্ধরা কিংস শেখ কামাল স্টেডিয়ামকে তাদের হোম ভেন্যু হিসেবে বাফুফের সঙ্গে চুক্তিবন্ধ হয়েছে। এবার সেই ভেন্যুতে খেলতে আসছে মালদ্বীপের নিউ রেডিয়্যান্ট ক্লাব। প্রিমিয়ার লীগের চারবারের চ্যাম্পিয়ন মালদ্বীপের দলটির বিপক্ষে খেলবে বাংলাদেশের বসুন্ধরা কিংস। মালদ্বীপের নিউ রেডিয়্যান্ট দল দারুণ শক্তিশালী। এবার এএফসি কাপে হোম এ্যান্ড এ্যাওয়ে দুটো ম্যাচেই ঢাকা আবাহনীকে হারিয়েছে। জিতেছে ভারতের ব্যাঙ্গালুরু এফসি ও আইজলের বিপক্ষে।
×