ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পরাজয়ের মাঝেও প্রাপ্তি খুঁজছেন কোহলি

প্রকাশিত: ০৭:০০, ১৩ সেপ্টেম্বর ২০১৮

পরাজয়ের মাঝেও প্রাপ্তি খুঁজছেন কোহলি

স্পোর্টস রিপোর্টার ॥ বহুল আলোচিত ইংল্যান্ড সফরে পাঁচ টেস্টের সিরিজ ৪-১এ হেরেছে ভারত। ওভালে ব্যবধান কমিয়ে আনার শেষ ম্যাচটাতে সফরকারীদের হার ১১৮ রানে। তবে ১৪৯ ও ১১৪ রানের অবিশ্বাস্য দুটি ইনিংসে ইংলিশদের কাঁপিয়ে দিয়েছিলেন দুই তরুণ ব্যাটসম্যান লোকেশ রাহুল ও ঋষভ পন্থ। সিরিজে প্রথম দুই ম্যাচে হারের পরও তৃতীয়টিতে ওভাবে ঘুরে দাঁড়ানো, লর্ডসের একটি ম্যাচ বাদে বাকিগুলোতে দুর্দান্ত লড়াই, এসবকে ইতিবাচক ভাবছেন ৫৯৩ রান করে যৌথভাবে সিরিজসেরার পুরস্কার তুলে নেয়া বিরাট কোহলি। পুরস্কারে তার সঙ্গে ভাগ বসানো তরুণ ইংলিশ অলরাউন্ডার স্যাম কুরানেরও প্রশংসা করেছেন সফরকারী অধিনায়ক। এই হার সত্ত্বেও টেস্ট র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ধরে রেখেছে ভারত। বিপরীতে চার নম্বরে উঠে এসেছে জো রুটের ইংল্যান্ড। আবার ব্যাটসম্যানদের তলিকায় ঠিকই শীর্ষে আছেন কোহলি। সিরিজসেরার পুরস্কার নিতে গিয়ে ভারত অধিনায়ক বলেন, ‘ফলাফলে তো সব বোঝা যায় না। তবে ওভালে শেষ ম্যাচের শেষদিনে এভাবে লড়াই বুঝিয়ে দিল, আমার ছেলেদের চারিত্রিক দৃঢ়তা কেমন।’ সিরিজ জয়ের পথে ইংল্যান্ডের হয়ে দারুণ বোলিং করেছেন জেমস এ্যান্ডারসন, ব্যাটিংয়ে এগিয়ে এ্যালিস্টার কুক। কোহলির সঙ্গে যৌথভাবে সিরিজসেরা হয়েছেন তরুণ পেস বোলিং অলরাউন্ডার স্যাম কুরান। কোহলি বলেন, ‘দুটি টেস্টে ইংল্যান্ডের জয়ের পিছনে অবদান ছিল কুরানের। সদ্য টেস্ট খেলতে আসা একজন তরুণ ক্রিকেটারের এ রকম চারিত্রিক দুঢ়তা আমাদের মুগ্ধ করেছে।’ দ্বিতীয় ইনিংসে ৪৬৪ রানের অসম্ভব লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে ভারতের ২ রানে ৩ উইকেট পড়ে যায়। এই অবস্থা থেকে দলের হাল ধরেন রাহুল ও অজিঙ্ক রাহানে। তাদের জুটির ১১৮ রান ও দুই সেঞ্চুরির মালিক রাহুল-পন্থের ২০৪ রানের পার্টনারশিপ ভারতকে লড়াইয়ে রাখলেও শেষ রক্ষা হয়নি। এই লড়াই নিয়ে রাহুল বলেন, ‘সেঞ্চুরি তো সেঞ্চুরিই। যদিও দেরিতে এলো। পরিকল্পনাটা ছিল যতক্ষণ ব্যাট করে যাব তত ম্যাচ বাঁচানোর দিকে এগিয়ে যেতে পারব। অনেক এগিয়ে গিয়েছিলাম। কিন্তু শেষ পর্যন্ত পারলাম না বলেই খারাপ লাগছে।’ কোহলি অবশ্য গর্বিত তার ছেলেদের এই লড়াইয়ের জন্য। বলেন, ‘মাঠে নেমে যত পার খেল, এটাই ছিল আমাদের মূল ভাবনা। আমাদের দলে চারিত্রিক দুঢ়তা আছে। আরও অভিজ্ঞতার প্রয়োজন। ইংল্যান্ড পেশাদার দল। আর খেলাগুলো ঘুরেছে দু’তিন ওভারের মধ্যে। এটা আমাদের বোঝা দরকার।’ ঋষভ পন্থের প্রশংসা করে কোহলি বলেন, ‘ও খুব ইতিবাচক মানসিকতার ছেলে। মানসিকভাবে শক্তিশালী। সেটা ও আজ প্রমাণ করে দিল।’ কিপিংয়ে তেমন নজর কাড়তে না পারলেও শেষ টেস্টে ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরিতে উজ্জ্বল ভবিষ্যতের ইঙ্গিত দিয়েছেন এই ঋষভ পন্থ।
×