ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

আইসল্যান্ডকে ৩-০ ব্যবধানে হারাল বেলজিয়াম, ফিনল্যান্ড, হাঙ্গেরি, লুক্সেমবার্গ ও বসনিয়া হার্জেগোভিনার জয়

ক্রোয়েশিয়াকে উড়িয়ে দিল স্পেন

প্রকাশিত: ০৬:৫৫, ১৩ সেপ্টেম্বর ২০১৮

ক্রোয়েশিয়াকে উড়িয়ে দিল স্পেন

জিএম মোস্তফা ॥ রাশিয়া বিশ্বকাপের শেষ ষোলো থেকেই বিদায় নিয়েছিল স্পেন। স্বাগতিক রাশিয়ার কাছে টাইব্রেকারে হেরে স্বপ্নের বিশ্বকাপ থেকে ছিটকে পড়ে ২০১০ বিশ্বকাপের চ্যাম্পিয়নরা। অন্যদিকে দুর্দান্ত খেলে টুর্নামেন্টের ফাইনালে জায়গা করে নেয় ক্রোয়েশিয়া। শুধু তাই নয়, শিরোপার লড়াইয়ে ফ্রান্সের কাছে হেরে গেলেও গোটা ফুটবল দুনিয়ার হৃদয় জয় করেছে ক্রোয়েটরা। মঙ্গলবার সেই ক্রোয়েশিয়াকেই দেখা গেল একদম ভিন্ন চেহারায়। হ্যাঁ, উয়েফা ন্যাশন্স লীগে এদিন স্পেনের কাছে ৬-০ গোলের বড় ব্যবধানে লজ্জাজনকভাবে হেরেছে মডরিচ-রাকিটিচরা। যা নিজেদের আন্তর্জাতিক ফুটবল ইতিহাসেই সবচেয়ে বাজে পরাজয়ের ঘটনা। উয়েফা ন্যাশন্স লীগে স্পেন ছাড়াও এদিন জয়ের স্বাদ পেয়েছে বেলজিয়াম, লুক্সেমবার্গ, ফিনল্যান্ড, হাঙ্গেরি এবং বসনিয়া হার্জেগোভিনা। বিশ্বকাপের তৃতীয় হওয়া বেলজিয়ামের প্রতিপক্ষ ছিল আইসল্যান্ড। তুলনামূলক খর্বশক্তির দল আইসল্যান্ডকেও পাত্তা দেয়নি রবার্তো মার্টিনেজের দল। এদিন তারা ৩-০ গোলে হারিয়েছে আইসল্যান্ডকে। এই ম্যাচে জোড়া গোল করেছেন রোমেলু লুকাকু। এছাড়া বাকি গোলটি আসে এডিন হ্যাজার্ডের পা থেকে। দিনের অন্য ম্যাচগুলোতে লুক্সেমবার্গও বেলজিয়ামের মতো একই ব্যবধানে হারায় সান মারিনোকে। ফিনল্যান্ড ১-০ গোলে এস্তোনিয়াকে, বসনিয়া হার্জেগোভিনাও একই ব্যবধানে হারায় অস্ট্রিয়াকে। হাঙ্গেরি ২-১ ব্যবধানে পরাজিত করে গ্রীসকে। ইউরো-বিশ্বকাপ-ইউরো চ্যাম্পিয়ন স্পেন। কিন্তু ২০১৮ বিশ্বকাপের নকআউট পর্ব থেকেই বিদায় নেয় তারা। বিশ্বকাপের পর গত শনিবার প্রথমবারের মতো মাঠে নামে লা রোজারা। নিজের প্রথম ম্যাচে কোচ হিসেবেও দুর্দান্ত শুরু করেন লুইস এনরিকে। ওয়েম্বলি স্টেডিয়ামে শক্তিশালী ইংল্যান্ডকে হারিয়ে সেই যাত্রার সূচনা করেন সাবেক বার্সিলোনার এই অভিজ্ঞ কোচ। মঙ্গলবার দ্বিতীয় ম্যাচে তো ক্রোয়েশিয়াকে পাত্তাই দেয়নি ইস্কো-রামোসরা। ক্রোয়েশিয়ার জালে গুনে গুনে ছয় গোল করেন এনরিকের শিষ্যরা। প্রতিপক্ষের জালে গোল উৎসবের সূচনা করেন সাউল নিগুয়েজ। ম্যাচের ২৪ মিনিটে হেডের সৌজন্যে গোল করেন তিনি। ৩৫ মিনিটেই গোল ব্যবধান দ্বিগুণ করেন মার্কো এসেনসিও। ২০ গজ দূর থেকে ক্রোয়েটদের জালে বল জড়ান রিয়াল মাদ্রিদের এই স্প্যানিয়ার্ড। ৩৫ মিনিটে লোভ্রে কালিনিচ আত্মঘাতী গোল করে বসলে ৩-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় একমাত্র দল হিসেবে ইউরো-বিশ্বকাপ-ইউরো জয়ী স্পেন। সাবেক চ্যাম্পিয়নদের বিপক্ষে ম্যাচের দ্বিতীয়ার্ধেও অচেনা ক্রোয়েশিয়া। স্প্যানিশ ফুটবলারদের গতি আর কৌশলগত দক্ষতার সঙ্গে কিছুতেই পারছিল না তারা। ম্যাচের ৪৯ মিনিটে স্পেনকে আবারও গোল উপহার দেন রদ্রিগো। ওয়েম্বলি স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে স্পেনের জয়সূচক গোলটিও করেছিলেন তিনি। ম্যাচের ৫৭ মিনিটে স্পেনের পঞ্চম গোলটি করেন সার্জিও রামোস। আর ৭০ মিনিটে ক্রোয়েশিয়ার জালে স্পেনের হয়ে ছয় নম্বর গোলটি জড়ান ইস্কো। উয়েফা ন্যাশন্স লীগে টানা দুই জয়ের ফলে স্পেনের পয়েন্ট এখন ৬। অবস্থান ‘ডি’ গ্রুপের শীর্ষে। এই গ্রুপের বাকি দুই দল ইংল্যান্ড আর ক্রোয়েশিয়ার পয়েন্ট শূন্য। ক্রোয়েশিয়ার এমন পরাজয়ে হতাশ গোটা দুনিয়ার ফুটবলপ্রেমীরা। রাশিয়া বিশ্বকাপে একের পর এক চমক উপহার দিয়ে ফাইনাল খেলা ক্রোয়েটদের এটাই যে আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বাজে পারফর্মেন্স। এর আগে ২০০৯ সালে ইংল্যান্ডের কাছে ৫-১ গোলে হেরেছিল ক্রোয়েশিয়া। তাছাড়া ১৯৪১ এবং ১৯৪২ সালে জার্মানির কাছেও ৫-১ গোলে হেরেছিল ক্রোয়েটরা। মঙ্গলবার অতীতের সব বাজে হারের রেকর্ডকেও ছাড়িয়ে গেলেন জøাতকো দালিচের দল। রাশিয়া বিশ্বকাপে দুর্দান্ত পারফর্মেন্স উপহার দেন বেলজিয়ামের এডিন হ্যাজার্ড। উয়েফা ন্যাশন্স লীগে আইসল্যান্ডের বিপক্ষে ম্যাচে তার গোলেই প্রথম এগিয়ে যায় বেলজিকরা। ম্যাচের ২৯ মিনিটে পেনাল্টিতে গোল করে দলকে এগিয়ে দেন চেলসির এই তারকা ফুটবলার। বাকি কাজটা করেন রোমেলু লুকাকু। ৩১ মিনিটে গোল ব্যবধান দ্বিগুণ করেন তিনি। আর দ্বিতীয়ার্ধের ৮১ মিনিটে ব্যক্তিগত দ্বিতীয় আর দলের তৃতীয় গোলটি করেন ম্যানচেস্টার ইউনাইটেডের এই তারকা ফুটবলার।
×