ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ব্রাজিলের গোলোৎসব, আর্জেন্টিনার হোঁচট

প্রকাশিত: ০৬:৫৪, ১৩ সেপ্টেম্বর ২০১৮

ব্রাজিলের গোলোৎসব, আর্জেন্টিনার হোঁচট

স্পোর্টস রিপোর্টার ॥ বিশ্বকাপে ব্যর্থ হওয়ার পর ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে রেকর্ড সর্বোচ্চ পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। এ লক্ষ্যে সেলেসাওরা বর্তমানে যুক্তরাষ্ট্র সফরে আছে। মার্কিন সফরে কোচ তিতের দল টানা দ্বিতীয় জয় পেয়েছে। গত শুক্রবার স্বাগতিক যুক্তরাষ্ট্রকে ২-০ গোলে হারানোর পর বুধবার সকালে গোলোৎসব করেছে সেলেসাওরা। যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডের ফেড এক্স ফিল্ডে অনুষ্ঠিত ম্যাচে এল সালভাদরকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে নেইমারের দল। ম্যাচে দলের স্থায়ী অধিনায়ক শুরুতেই পেনাল্টি থেকে গোল করে ব্রাজিলকে এগিয়ে নেন। এরপর ২১ বছর বয়সী এভারটনের স্ট্রাইকার রিচারলিসন জোড়া গোল করে কোচের আস্থার প্রতিদান দিয়েছেন। ব্রাজিল গোলোৎসব করলেও তাদের চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা হোঁচট খেয়েছে। যুক্তরাষ্ট্রের নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে নিজেদের মহাদেশের দল কলম্বিয়ার সঙ্গে ড্র করেছে লিওনেল মেসিবিহীন আর্জেন্টিনা। এছাড়া মঙ্গলবার অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ঘাম ঝরানো জয় পেয়েছে ইংল্যান্ড। দ্বিতীয়ার্ধে মার্কাস রাশফোর্ডের (৫৪ মিনিট) একমাত্র গোলে সুইজারল্যান্ডকে ১-০ ব্যবধানে হারিয়েছে ফুটবলের জনকরা। এশিয়ার দেশ জাপান ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে কোস্টারিকাকে। এশিয়ার আরেক পরাশক্তি দক্ষিণ কোরিয়ায় আটকে গেছে কোপা আমেরিকার সর্বশেষ দুই আসরের চ্যাম্পিয়ন চিলি। ম্যাচটি গোলশূন্য ড্র হয়। ফরাসী জায়ান্ট প্যারিস সেইন্ট জার্মেইন তারকা নেইমারের নেতৃত্বে উজ্জীবিত ব্রাজিলের সামনে এল সালভাদর পুরো ম্যাচেই নিজেদের মেলে ধরতে পারেনি। যুক্তরাষ্ট্রের মাটিতে ব্রাজিলিয়ান সমর্থকদের দারুণ একটি ম্যাচ উপহার দিয়েছেন নেইমার, কুটিনহোরা। যে কারণে তৃপ্তির ঢেঁকুর তুলতে পেরেছেন কোচ তিতে। বিশ্বকাপে হতাশাজনক বিদায়ের পর তিতে ও তার কোচিং স্টাফরা সামনে এগিয়ে যাওয়ার আত্মবিশ্বাস খুঁজছিলেন। বেলজিয়ামের কাছে শেষ আটে পরাজিত হয়ে বিদায় নেয়ার পর খেলোয়াড়রাও মানসিকভাবে শক্তি হারিয়ে ফেলেছিল। এখন ব্রাজিলের সামনে একটাই লক্ষ্য, সবকিছুকে পিছনে ফেলে ঘরের মাঠে ২০১৯ কোপা আমেরিকার জন্য নিজেদের প্রস্তুত করা। এই মিশনে মার্কিন সফর সেলেসাওদের আরও আত্মবিশ্বাসী করবে এটা নিশ্চিত করেই বলা যায়। এল সালভাদরের বিরুদ্ধে মূল একাদশে নেইমারের সঙ্গে ছিলেন ডগলাস কোস্টা, ফিলিপ কুটিনহো, কাসেমিরোর মতো তারকারা। প্রথম ম্যাচে বদলি হিসেবে জাতীয় দলে অভিষেক হওয়া রিচারলিসন ও বার্সিলোনা মিডফিল্ডার আর্থারের ওপর শুরু থেকেই আস্থা রাখেন সেলেসাও বস। শুরু থেকে আধিপত্য বিস্তার করা ব্রাজিল ম্যাচের চতুর্থ মিনিটে এগিয়ে যায়। এল সালভাদরের ডিফেন্ডার রবার্টো ডোমিনগুয়েজ ডি বক্সে রিচারলিসনকে ফেলে দিলে রেফারি পেনাল্টির নির্দেশ দেন। যদিও মার্কিন রেফারি জায়ার মারুফোর এই সিদ্ধান্তের বিপক্ষে বিতর্ক আছে। স্পট কিক থেকে জাতীয় দলের হয়ে ৫৯ নম্বর গোল করে দলকে এগিয়ে দেন নেইমার। ১৬ মিনিটে নেইমারের পাস থেকে দুর্দান্ত কার্লিং শটে ব্যবধান দ্বিগুণ করেন রিচারলিসন। দুই গোলে পিছিয়ে পড়ে এল সালভাদর যেন আরও বেশি আগোছালো হয়ে যায়। চলতি সপ্তাহেই তারা মন্টেসেরাটের বিপক্ষে পিছিয়ে থেকেও শেষ পর্যন্ত জয় নিশ্চিত করে কনকাকাফ নেশন্স লীগে খেলার যোগ্যতা অর্জন করেছে। ২২ মিনিটে নেইমারের আরেকটি পাস থেকে কুটিনহোর শট বারে লেগে ফেরত আসে। কিন্তু ৩০ মিনিটে আর ভুল করেননি বার্সিলোনা তারকা। ১৮ গজ দূর থেকে তিনি গোলরক্ষক হেনরি হার্নান্দেজকে পরাস্ত করেন। ৩৮ মিনিটে কোস্টার দারুণ পাস থেকে নেইমার গোলের সুযোগ নষ্ট করেন। বিরতির পাঁচ মিনিট পরই কুটিনহোর সহায়তায় রিচারলিসন নিজের দ্বিতীয় গোল করেন। ৯০ মিনিটে নেইমারের কর্নার থেকে মারকুইনহোসের হেডে বড় ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিল। চলতি বছরের শুরুর দিকে ওয়াটফোর্ড থেকে ৫২ মিলিয়ন মার্কিন ডলারে এভারটনে পাড়ি জমিয়েছেন রিচারলিসন। প্রথমবারের মতো মূল একাদশে নামার সুযোগ পেয়েই কোচের আস্থার প্রতিদান দিয়েছেন তিনি। তাইতো মহাখুশি এই উঠতি তারকা। ম্যাচ শেষে রিচারলিসন বলেন, তার স্বপ্ন পূরণ হয়েছে। আগামীর এই তারকা বলেন, সত্যি আমি খুব খুশি। একটা স্বপ্ন সত্যি হয়েছে। আমার প্রথম গোল। আমি আরও বেশি কিছু করার আশা করি। জাতীয় দলে খেলা রিচারলিসন বলেন, চাপ, দায়িত্ব, বড় ক্লাবে খেলায় আমি অভ্যস্ত। দু’টি গোল নিয়েই আমি খুশি। আশা করি দলে নিয়মিত হতে পারব। এদিকে কলম্বিয়ার বিরুদ্ধে গুয়াতেমালাকে হারানো দল থেকে বেশ কয়েকটি পরিবর্তন আনেন আর্জেন্টিনার অন্তর্র্বর্তীকালীন কোচ স্কালোনি। শুরু থেকে খেলেন মাউরো ইকার্দি। দ্বিতীয়ার্ধে বদলি নামেন পাওলো দিবালা। পুরো ম্যাচে ভাল খেলেও গোলের দেখা পায়নি মেসিবিহীন আর্জেন্টিনা। ফলে ড্র নিয়েই মার্কিন সফর শেষ করতে হয়েছে দিয়াগো ম্যারাডোনার দেশকে।
×