ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

এএফসি অনুর্ধ-১৬ নারী চ্যাম্পিয়নশিপ খেলতে সবার আগে ঢাকায় বাহরাইন

গ্রুপে তিন অচেনা প্রতিপক্ষ সত্ত্বেও ভীত নয় বাংলাদেশ

প্রকাশিত: ০৬:৫৪, ১৩ সেপ্টেম্বর ২০১৮

গ্রুপে তিন অচেনা প্রতিপক্ষ সত্ত্বেও ভীত নয় বাংলাদেশ

রুমেল খান ॥ জিততে হলে চাই পরিকল্পনা, চেষ্টা, পরিশ্রম, ধৈর্য আর মনোবল। এই মানবিক অনুভূতির লেশমাত্রও আজ থেকে সাত-আট বছর আগে ছিল না বাংলাদেশের জাতীয় দলের মহিলা ফুটবলারদের। একই অবস্থা ছিল বিভিন্ন বয়সভিত্তিক মহিলা দলগুলোরও। প্রতি ম্যাচেই যদি নামতা গুণে হালি হালি গোল হজম করতে হয়, তাহলে আত্মবিশ্বাস কোথায় থাকবে বলুন! হারার আগেই মানসিকভাবে ম্যাচে হেরে যেত বাংলাদেশের মেয়েরা। মনোবল দিয়ে কি অসাধ্য সাধন করা সম্ভব? হ্যাঁ, সম্ভব। বাংলাদেশ অনুর্ধ-১৪, ১৫ এবং ১৬ মহিলা ফুটবল প্রমাণ করেছে। এখন তাদের লক্ষ্য ঘরের মাটিতে আসন্ন ‘এএফসি অনুর্ধ-১৬ নারী চ্যাম্পিয়নশিপ বাছাইপর্বতে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া। ঢাকার কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে আসরটি শেষ হবে আগামী ২৩ সেপ্টেম্বর। এদিকে টুর্নামেন্ট উপলক্ষে বিমানযোগে সবার আগে ঢাকায় পৌঁছেছে বাহরাইন মহিলা ফুটবল দল। বাংলাদেশ আছে ‘এফ’ গ্রুপে। তাদের সঙ্গে আছে ভিয়েতনাম, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন এবং লেবানন। এএফসি অনুর্ধ-১৬ চ্যাম্পিয়নশিপে মোট ছয়টি গ্রুপ আছে। প্রতিগ্রুপে ৫টি করে মোট ৩০ দেশ খেলবে। ছয় গ্রুপের ছয় চ্যাম্পিয়ন এবং সেরা দুই রানার্সআপ দলসহ মোট আটটি দল খেলবে দ্বিতীয় রাউন্ডে। এই পর্বেই খেলার আশাবাদ ব্যক্ত করেছেন ছোটন। এই আট দল থেকে সেরা চার দল খেলবে তৃতীয় এবং চূড়ান্ত পর্বে। এই পর্বে যোগ্যতা অর্জন করা চার দলের সঙ্গে সরাসরি খেলবে আরও চার দেশÑ স্বাগতিক থাইল্যান্ড, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া এবং জাপান। এই আসরে (এএফসি অনুর্ধ-১৬ মহিলা আঞ্চলিক চ্যাম্পিয়নশিপ বাছাইপর্ব, সাউথ এ্যান্ড সেন্ট্রাল) নিজেদের মাঠে ২০১৬ সালেও বাংলাদেশ অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছিল। তারপর এই আসরের মূলপর্বে (২০১৭ সালে থাইল্যান্ডে অনুষ্ঠিত) অংশ নেয়। মূলপর্বে অংশ নেয় মোট আট দল। উত্তর কোরিয়া, চীন, জাপান ও থাইল্যান্ড খেলেছিল সরাসরি। আর বাছাইপর্বে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে খেলেছিল বাংলাদেশ, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া এবং লাওস। সাফল্য, সংবর্ধনা, অভিনন্দন বা পুরস্কার পেলে দায়িত্ব যেমন বেড়ে যায়, তেমনি প্রত্যাশার চাপও বেড়ে যায় বহুলাংশে। ক’দিন আগেই ‘সাফ অনুর্ধ-১৫ নারী চ্যাম্পিয়নশিপে’ রানার্সআপ হয় স্বাগতিক বাংলাদেশ দল। সাফে চ্যাম্পিয়ন না হতে পারার দুঃখ ভুলে এখন সামনের দিকেই তাকাচ্ছে বাংলাদেশের মেয়েরা। ঢাকার কমলাপুর স্টেডিয়ামে আগামী ১৫ সেপ্টেম্বর থেকে এএফসি অনুর্ধ-১৬ নারী চ্যাম্পিয়নশিপ শুরু হচ্ছে। সেখানে ভাল করার লক্ষ্যেই কঠোর পরিশ্রম করে যাচ্ছে তারা, জানিয়েছেন ছোটন। তিনি জনকণ্ঠকে বলেন, ‘এই গ্রুপে আমাদের মোকাবেলা করতে হবে যাদের সঙ্গে তাদের মধ্যে ভিয়েতনাম, বাহরাইন এবং লেবাননের বিরুদ্ধে এর আগে কখনই খেলিনি। তবে এ নিয়ে আমরা ভীত বা চিন্তিত নই। তারা নিশ্চয়ই খারাপ দল পাঠাবে না। আমরা আমাদের খেলা নিয়েই ভাবছি। আমরা এই গ্রুপে চ্যাম্পিয়ন হতে চাই ২০১৬ আসরের মতো। দুই বছর আগে এই আসরে গ্রুপপর্বে চ্যাম্পিয়ন হয়েছিলাম বলে স্বাভাবিকভাবেই আমাদের প্রতি দেশবাসীর প্রত্যাশা অনেক বেড়ে গেছে। আমরা চেষ্টা করব সেই প্রত্যাশা পূরণ করতে।’ ছোটন জানান, আসন্ন এএফসির টুর্নামেন্টে সাফ অনুর্ধ-১৫ দলের সব খেলোয়াড়ই অনুর্ধ-১৬ দলে খেলবে। ছোটন বলেন, ‘সাফে আমাদের যে ভুল-ত্রুটিগুলো ছিল সেগুলো শোধরানোর চেষ্টা করছি। আশা করছি আসন্ন টুর্নামেন্টে ওই ভুলগুলো আর হবে না।’ গ্রুপ ‘এফ’-এর সূচি তারিখ ম্যাচ সময় ১৫ সেপ্টেম্বর আমিরাত-ভিয়েতনাম সকাল সাড়ে ১১টা লেবানন-বাহরাইন বিকেল সাড়ে ৩টা ১৭ সেপ্টেম্বর লেবানন-আমিরাত সকাল সাড়ে ১১টা বাহরাইন-বাংলাদেশ বিকেল সাড়ে ৩টা ১৯ সেপ্টেম্বর বাংলাদেশ-লেবানন সকাল সাড়ে ১১টা ভিয়েতনাম-বাহরাইন বিকেল সাড়ে ৩টা ২১ সেপ্টেম্বর ভিয়েতনাম-লেবানন সকাল সাড়ে ১১টা আমিরাত-বাংলাদেশ বিকেল সাড়ে ৩টা ২৩ সেপ্টেম্বর বাহরাইন-আমিরাত সকাল সাড়ে ১১টা বাংলাদেশ-ভিয়েতনাম বিকেল সাড়ে ৩টা * প্রতিটি খেলাই অনুষ্ঠিত হবে ঢাকার কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে।
×