ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

শরীয়তপুরে হত্যা মামলায় তিন জনের মৃত্যুদণ্ড

প্রকাশিত: ০৬:৩৮, ১৩ সেপ্টেম্বর ২০১৮

শরীয়তপুরে হত্যা মামলায় তিন জনের মৃত্যুদণ্ড

নিজস্ব সংবাদদাতা, শরীয়তপুর, ১২ সেপ্টেম্বর ॥ শরীয়তপুর গোলাম হায়দার খান মহিলা কলেজের অনার্স শ্রেণীর ছাত্রী ও শরীয়তপুর পৌরসভার দক্ষিণ বালুচড়া গ্রামের দুবাই প্রবাসী ইছাহাক মোল্যার স্ত্রী সামসুন্নাহার তানুকে প্রেমের ফাঁদে ফেলে ধর্ষণ করে হত্যার দায়ে ৩ জনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে শরীয়তপুরের নারী ও শিশু ট্রাইব্যুনাল জজ আদালত। বুধবার বিচারক আবদুস সালাম খান এ আদেশ দিয়েছেন। মৃত্যুদ-প্রাপ্তরা হলো শরীয়তপুর সদর উপজেলার চররোসুন্দর গ্রামের সাইফুল ইসলাম, মান্নান মাদবরের ছেলে দুলাল ও একই গ্রামের রেজাউল করিম সুজন। এদের মধ্যে রেজাউল করিম পলাতক রয়েছে। উল্লেখ্য, ২০১৪ সালের ১৭ আগস্ট বিকেল ৪টার সময় শরীয়তপুর পৌরসভার দক্ষিণ বালুচড়া গ্রামের ইছাহাক মোল্যার বাড়ি থেকে তার স্ত্রী সামসুন্নাহার তানু প্রাইভেট পড়ার উদ্দেশে বের হয়ে আর ফিরে আসেনি। স্বামী ইছাহাক মোল্যা দুবাই প্রবাসে থাকায় তার বড় ভাই আবুল কাসেম মোল্যা ওই দিনই পালং মডেল থানায় সাধারণ ডায়েরি করেন। নাটোরে হত্যা মামলায় দুই যুবকের যাবজ্জীবন নিজস্ব সংবাদদাতা, নাটোর, ১২ সেপ্টেম্বর ॥ তেবারিয়ার যুবলীগ কর্মী আরমান হত্যা মামলায় দুই যুবককে যাবজ্জীবন কারাদ- ও ১০ হাজার টাকা করে জরিমানা করেছে আদালত। বুধবার দুপুরে নাটোরের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রেজাউল করিম এই আদেশ দেন। দ-প্রাপ্তরা শহরের তেবারিয়া এলাকার কালা মিয়ার ছেলে আব্দুল আলীম ও সদর উপজেলার রামনগর গ্রামের মোতাহার আলীর ছেলে সুমন হোসেন। উল্লেখ্য, ২০১৪ সালের ১২ সেপ্টেম্বর বুধবার রাতে আরমান আলীর কয়েকজন সহযোগী তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরে সেই রাতে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। ঘটনার দুদিন পর ওই এলাকার একটি বাঁশ বাগানের ভেতরে আরমান আলীর মৃতদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী। পরে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে। এ ঘটনায় নিহতের বাবা আব্দুস সালাম বাবলু মেম্বার বাদী হয়ে ৫ জনকে অভিযুক্ত করে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। অন্যদিকে প্রতিবন্ধী শিশু ধর্ষণ মামলায় আলাল হোসেন নামে এক যুবককে যাবজ্জীবন কারাদ- দিয়েছে আদালত।
×