ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সড়ক দুর্ঘটনা

চকরিয়ায় আবারও চার জন নিহত

প্রকাশিত: ০৬:৩৫, ১৩ সেপ্টেম্বর ২০১৮

চকরিয়ায় আবারও চার জন নিহত

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ একদিনের ব্যবধানে চকরিয়ায় ফের সড়ক দুর্ঘটনায় আরও চার জনের প্রাণ ঝরে গেছে। বুধবার সকালে চকরিয়ার হারবাং ইনানী রিসোর্ট এলাকায় কাভার্ড ভ্যান ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় ৪ জন নিহত হয়েছে। এ সময় মা- মেয়েসহ আহত হয়েছে আরও ১০ যাত্রী। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে আধা কিলোমিটার অদূরে বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে ৭ জন নিহত হয়েছে। দুর্ঘটনায় নিহতরা হলেন, চকরিয়া হারবাং এলাকার আবদুস সাত্তারের ছেলে মোঃ তাজউদ্দিন (২২), হারবাং জমিদার পাড়ার ছৈয়দ আহমদের পুত্র ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবু তাহের (৫০) পেকুয়া রাজাখালীর আবদুল খালেকের পুত্র ইউনিছ মিয়া (৩৫) ও বাঁশখালীর প্রেমবাজার এলাকার সেলিম উদ্দিনের স্ত্রী হাসিনা বেগম (৪৩)। পুলিশ জানায়, বুধবার সকাল সাড়ে ১০টার দিকে কক্সবাজারগামী আরএফএলের মালবাহী একটি পিকআপ কাভার্ড ভ্যান মহাসড়কের হারবাং ইনানী রিসোর্ট এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইককে চাপা দেয়। এতে দুই যাত্রী ঘটনাস্থলে মারা যায়। ইজিবাইকটি দুমড়ে মুচড়ে যায়। এ সময় সাত যাত্রী গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন ও পুলিশ আহতদের উদ্ধার করে চকরিয়া উপজেলা সরকারী হাসপাতালে নিয়ে গেলে সেখানে আরও দুইজনের মৃত্যু হয়। গুরুতর আহত ৫ জনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। মীরসরাইয়ে চালক ও হেলপার নিজস্ব সংবাদদাতা মীরসরাই চট্টগ্রাম থেকে জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসরাইয়ে পেছন দিক থেকে দাঁড়ানো কাভার্ডভ্যানকে ধাক্কা দিলে চালক ও হেলপার নিহত হয়েছে। মঙ্গলবার রাত ৩টার দিকে উপজেলার জোরারগঞ্জ থানার মস্তাননগর এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে। নিহতরা হলেন-কাভার্ডভ্যান চালক কবির হোসেন (৪০) এবং হেলপারের এখনও পরিচয় পাওয়া যায়নি। এ ঘটনায় গৌতম (১৮) নামে আরও একজন আহত হয়েছেন। গজারিয়ায় পথচারী স্টাফ রিপোর্টার মুন্সীগঞ্জ থেকে জানান, গজারিয়ায় যাত্রীবাহী বাসের ধাক্কায় গোলাম মোস্তফা (৫৫) নামে এক পথচারী নিহত হয়েছেন। বুধবার সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আনারপুরা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত গোলাম মোস্তফা উপজেলার ভবেরচর ইউনিয়নে আনারপুরা গ্রামের মৃত আব্দুল মোতালেব প্রধানের ছেলে। সে সোনালী ব্যাংকের স্টাফ।
×