ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বাগেরহাটে ১০ টাকা কেজি দরে চাল বিক্রি শুরু

প্রকাশিত: ০৬:৩৩, ১৩ সেপ্টেম্বর ২০১৮

বাগেরহাটে ১০ টাকা কেজি দরে চাল বিক্রি শুরু

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ শরণখোলা ও মোরেলগঞ্জে দরিদ্র মানুষের জন্য সরকারের খাদ্যবান্ধব কর্মসূচীর অধীনে ১০ টাকা কেজি দরে চাল বিক্রি শুরু হয়েছে। বুধবার শরণখোলার ইউএনও লিংকন বিশ্বাস সকাল ১০টায় রায়েন্দা বাজারের কাঠপট্টি এলাকায় এ কার্যক্রমের উদ্বোধন করেন। রায়েন্দা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা দেবদূত রায়, উপসহকারী কৃষি কর্মকর্তা সিরাজুল ইসলাম, ইউপি সদস্য জালাল আহমেদ রুমি, সাংবাদিক ইসমাইল হোসেন লিটন উপস্থিত ছিলেন। এখানে চার ইউনিয়নের কার্ডধারী ৮ হাজার ৪৪১টি হতদরিদ্র পরিবার মাসে ৩০ কেজি করে এ চাল কিনতে পারবেন। মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামরুজ্জামান মিন্টু এ কর্মসূচীর উদ্বোধন করেন। এ উপজেলার ১৬ ইউনিয়নে কার্ডধারী ২৬ হাজার ৪শ’ ৫৪ জনকে এ চাল দেয়া হবে। বরিশালে ভোট কেন্দ্র স্থানান্তরের প্রতিবাদে বিক্ষোভ স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ ভোট কেন্দ্র স্থানান্তর করে গ্রামের একপ্রান্তে নিয়ে যাওয়ার প্রতিবাদে বুধবার সকালে বাবুগঞ্জ উপজেলার উত্তর ক্ষুদ্রকাঠী গ্রামবাসী উপজেলা নির্বাচন অফিস ঘেরাও করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন। বিক্ষুব্ধরা ৪৫ বছরের পুরনো উত্তর ক্ষুদ্রকাঠী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্র বহালের দাবিতে উপজেলা নির্বাহী অফিসারের কাছে স্মারকলিপি পেশ করেছেন। রহমতপুর ইউনিয়ন পরিষদের সামনে থেকে শতাধিক গ্রামবাসী বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলা পরিষদের চত্বরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নির্বাচন অফিস ঘেরাও করে। এসময় নির্বাচন অফিসের সামনে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে গ্রামবাসীদের মধ্যে বক্তব্য রাখেন ওয়ার্কার্স পার্টির নেতা আলহাজ শাহিন হোসেন, বীর মুক্তিযোদ্ধা গফফার আলী হাওলাদার, নুরুল ইসলাম তালুকদার প্রমুখ। বক্তারা বলেন, উপজেলার রহমতপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মধ্যবর্তী স্থানে অবস্থিত উত্তর ক্ষুদ্রকাঠী সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে স্বাধীনতার পরে ১৯৭৩ সাল থেকে ভোট দিয়ে আসছে ৫ নং ওয়ার্ডের ভোটাররা। কয়েকদিন আগে রহস্যজনকভাবে ৪৫ বছরের পুরনো ভোট কেন্দ্রটি সরিয়ে ক্ষুদ্রকাঠী গ্রামের সীমানার একপ্রান্তে অবস্থিত পূর্ব ক্ষুদ্রকাঠী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে নিয়ে যাওয়া হয়।
×