ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শাবিতে ফের ভর্তি ফি বৃদ্ধি ॥ প্রতিবাদে বিক্ষোভ

প্রকাশিত: ০৬:৩২, ১৩ সেপ্টেম্বর ২০১৮

শাবিতে ফের ভর্তি ফি বৃদ্ধি ॥ প্রতিবাদে বিক্ষোভ

শাবি সংবাদদাতা ॥ ধারাবাহিকভাবে ভর্তি ফি বাড়াতে থাকা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ২০১৮-১৯ শিক্ষাবর্ষেও স্নাতক ভর্তি আবেদনের ফরমের মূল্য বৃদ্ধি করেছে। গত বছরের তুলনায় ২০১৮-১৯ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তিতে এ এবং বি-১ এবং বি-২ ইউনিটে আবেদনের ফি ৫০ টাকা করে বাড়িয়ে ৮৫০ ও ৯৫০ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, যা গত বছর ৮০০ এবং ৯০০ করে ছিল। নতুন করে ভর্তি ফরমের মূল্য বৃদ্ধির সিদ্ধান্তের শুরু থেকেই সমালোচনা করে আসছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। প্রতিবাদে বুধবার দুপুরে ক্যাম্পাসে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে শাখা সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের নেতাকর্মীরা। সমাবেশ ছাত্রফ্রন্টের সাধারণ সম্পাদক নাযিরুল আযম বলেন, ২০১৬-১৭ শিক্ষাবর্ষে ভর্তি ফরমের মূল্য বৃদ্ধি করা হলে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে তৎকালীন বিশ্ববিদ্যালয় প্রশাসন আগামী পাঁচ বছর ভর্তি পরীক্ষার ফি নির্দিষ্ট রাখার কথা বলেছিলেন। তারপরও বিশ্ববিদ্যালয় প্রশাসন দাম বাড়াল। শিক্ষায় যেভাবে দাম বাড়ান হচ্ছে, সেই শিক্ষা আসলে কার জন্যে? তবে বিশ্ব¦বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলছেন, মূল্যস্ফীতির কারণে ফরমের দাম বাড়ানো হয়েছে। বছরে বছরে সবকিছুর দাম বাড়ছে, সেই তুলনায় ৫০ টাকা কিছুই না। কুয়াকাটা সৈকত রক্ষায় মানববন্ধন নিজস্ব সংবাদদাতা, পটুয়াখালী, ১২ সেপ্টেম্বর ॥ সাগরকন্যা কুয়াকাটার সৈকত ভাঙ্গন রোধ এবং পর্যটন নগরী রক্ষার দাবিতে পটুয়াখালীতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে সচেতন ও সুশীল সমাজের নেতৃবৃন্দরা। বুধবার বেলা ১১টার দিকে জেলা শহরের পৌরসভা চত্বর সংলগ্ন সড়কে এ মানববন্ধন পালিত হয়। এসময় মানববন্ধনে অংশ নেয়া নেতৃবৃন্দরা ‘পরিবেশ ও প্রতিবেশ সুরক্ষায় চাই স্বচ্ছতা, জবাবদিহিতা ও জন অংশগ্রহণ’ স্লোগান দিয়ে কুয়াকাটা সৈকত ভাঙ্গন রোধ করার দাবি জানান সরকারের প্রতি। এসময় তারা কুয়াকাটাকে নিয়া সরকারের মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়ন করার দাবি জানান। পাশাপাশি টেকসই বেড়িবাঁধ নির্মাণ করে পর্যটন নগরীতে গড়ে ওঠা একাধিক ব্যবসা প্রতিষ্ঠান রক্ষার দাবি জানান তারা।
×