ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

প্রশ্নফাঁস ঠেকাতে বিশেষ টাস্কফোর্স দাবি

প্রকাশিত: ০৬:৩০, ১৩ সেপ্টেম্বর ২০১৮

প্রশ্নফাঁস ঠেকাতে বিশেষ টাস্কফোর্স দাবি

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মান ১ম বর্ষে ভর্তি পরীক্ষায় প্রশ্নফাঁস ঠেকাতে বিশেষ টাস্কফোর্স গঠনের দাবি জানিয়েছে ছাত্র ইউনিয়নের নেতাকর্মীরা। বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনের মাধ্যমে এই দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন সংগঠনের ঢাবি শাখার সাধারণ সম্পাদক রাজীব দাস। এ সময় উপস্থিত ছিলেন সভাপতি ফয়েজ উল্লাহ, সাংগঠনিক সম্পাদক হাসিব মোহাম্মদ আশিক ও কোষাধ্যক্ষ জয় রায়। সংবাদ সম্মেলনে বলা হয়, প্রশ্নফাঁস ঠেকাতে ভর্তি পরীক্ষা শুরুর আগেই বিশেষ টাস্কফোর্স গঠন করতে হবে। পাশাপাশি বিগত সময়ে বিশ্ববিদ্যালয়ের সব ভর্তি পরীক্ষায় জালিয়াত চক্রের তথ্য অনুসন্ধান ও ভর্তিকৃতদের ভর্তি বাতিল এবং বিচার করতে হবে।
×