ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

কুমিল্লায় দুই মামলায় খালেদার জামিন শুনানি পেছাল

প্রকাশিত: ০৬:২৯, ১৩ সেপ্টেম্বর ২০১৮

কুমিল্লায় দুই মামলায় খালেদার জামিন শুনানি পেছাল

নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা, ১২ সেপ্টেম্বর ॥ কুমিল্লার চৌদ্দগ্রামে আগুন দিয়ে কাভার্ডভ্যান পোড়ানোর বিশেষ ক্ষমতা আইনের মামলা এবং বাসে পেট্রোলবোমা মেরে আট যাত্রী পুড়িয়ে হত্যাসহ পৃথক দুইটি মামলায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জামিন আবেদনের শুনানি পিছিয়েছে। বুধবার বিকেলে বিশেষ ক্ষমতা আইনের মামলায় খালেদা জিয়ার জামিন আবেদনের অধিকতর শুনানি হয়েছে। শুনানি শেষে রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে পুনরায় অধিকতর শুনানির জন্য আদালত আজ বৃহস্পতিবার দিন ধার্য করে। কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক কে.এম সামছুল আলম এ আদেশ দেন। এর আগে দুপুরে কুমিল্লার ৫নং আমলি আদালতের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বিপ্লব দেবনাথ ৮ যাত্রী হত্যা মামলায় খালেদার জামিন আবেদনের শুনানি পিছিয়ে আগামী ২০ সেপ্টেম্বর পরবর্তী দিন ধার্য করেন। রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে কুমিল্লার পৃথক দুটি আদালত বুধবার এ আদেশ দেয়।
×