ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ডাকসু নির্বাচন আয়োজনে হাইকোর্টের নির্দেশ ॥ নোটিসের জবাব না দেয়ায় আদালত অবমাননা মামলা

প্রকাশিত: ০৬:২৮, ১৩ সেপ্টেম্বর ২০১৮

ডাকসু নির্বাচন আয়োজনে হাইকোর্টের নির্দেশ ॥ নোটিসের জবাব না দেয়ায় আদালত অবমাননা মামলা

স্টাফ রিপোর্টার ॥ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন আয়োজনে হাইকোর্টের নির্দেশ বাস্তবায়নের বিষয়ে পাঠানো আইনী নোটিসের যথাযথ জবাব না দেয়ায় আদালত অবমাননার মামলা হয়েছে। আইনজীবী মনজিল মোরশেদ জানান, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, প্রক্টর ও কোষাধ্যক্ষের বিরুদ্ধে বুধবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় মামলাটি করা হয়েছে। আগামী রবিবার বিচারপতি মোঃ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের বেঞ্চে মামলাটির শুনানি হতে পারে বলে তিনি জানান। এ্যাডভোকেট মনজিল মোরশেদ জনকণ্ঠকে বলেন, ডাকসু নির্বাচন নিয়ে ছয় বছর আগের একটি রুল যথাযথ ঘোষণা করে চলতি বছরের ১৭ জানুয়ারি দেয়া রায়ে ছয় মাসের মধ্যে এই নির্বাচনের ব্যবস্থা নিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে নির্দেশ দেয় হাইকোর্ট। নির্বাচনের সময় আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা দরকার হলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে সে বিষয়ে ‘যথাযথ সহযোগিতা’ দিতেও রায়ে বলে দেয় আদালত। এ রায়ের পর গত সাত মাসে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ডাকসু নির্বাচনের কোন ব্যবস্থা গ্রহণ করেছে কি না, তা জানতে গত ৪ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোঃ আখতারুজ্জামান, প্রক্টর ড. এ কে এম গোলাম রাব্বানি ও কোষাধ্যক্ষ ড. কামাল উদ্দিনকে আইনী নোটিস দিয়েছিলাম।
×