ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কোটা সংস্কারের প্রজ্ঞাপন জারি না করায় বিক্ষোভ

প্রকাশিত: ০৬:২৮, ১৩ সেপ্টেম্বর ২০১৮

কোটা সংস্কারের প্রজ্ঞাপন জারি না করায় বিক্ষোভ

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ কোটা সংস্কারের প্রজ্ঞাপন জারি না করার প্রতিবাদে আবারো ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিক্ষোভ মিছিল করেছে আন্দোলনকারী শিক্ষার্থীরা। বুধবার দুপুরে আন্দোলনকারীরা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে মিছিল শুরু করে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে। পরে তারা রাজু ভাস্কর্যে এসে সমাবেশ করেন। সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম-আহ্বায়ক নুরুল হক নূরু, রাশেদ খান, ফারুক হাসান এবং বিন ইয়ামিন মোল্লা। বক্তব্যে নুরুল হক নূর বলেন, আমরা কোটা বাতিলের দাবি করিনি। আমরা সংস্কার চেয়েছিলাম। প্রধানমন্ত্রী সংসদে কোটা বাতিল করার ঘোষণা দিয়েছেন। প্রধানমন্ত্রী চাইলে কোটা বাতিল করতে পারেন। কিন্তু কোটা সংস্কার করতে হলে পাঁচ দফা দাবির আলোকেই তা করতে হবে। রাশেদ খান বলেন, প্রধানমন্ত্রী মহান সংসদে দাঁড়িয়ে আজ থেকে ছয় মাস আগে আমাদের কোটা সংস্কারের যে দাবি সেটা মেনে নেয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু আজ দীর্ঘ ছয় মাস পেরিয়ে গেলেও প্রধানমন্ত্রীর সেই ঘোষণা বাস্তবায়ন হয়নি। আমরা চাই অতি দ্রুত জনপ্রশাসন মন্ত্রণালয়কে দায়িত্ব দেয়া হোক যাতে ছাত্র সমাজের দাবি মেনে নেয়া হয়। দাবি মেনে না নিলে লাগাতার আন্দোলনের হুশিয়ারি দিয়ে রাশেদ বলেন, আমাদের নামে মিথ্যা মামলা দিয়ে আমাদেরকে রিমান্ডে নিয়ে অত্যাচার করা হয়েছে। তারপরও ছাত্রসমাজ কিন্তু তাদের যে কাক্সিক্ষত লক্ষ্য থেকে বিন্দুমাত্র সরে যায়নি। যতদিন না পর্যন্ত আমাদের দাবি মেনে নেয়া হবে ততদিন পর্যন্ত আমাদের এই আন্দোলন অব্যাহত থাকবে। ছাত্র সমাজ দেখিয়ে দিবে কিভাবে রাজপথে দাবি আদায় করতে হয়। আন্দোলনকারী শিক্ষার্থীরা আরও বলেন, ৪০তম বিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশের আগেই কোটা সংস্কারের প্রজ্ঞাপন জারি করার দাবি জানিয়েছিলাম। কিন্তু এদিন বিকেলেই ১ হাজার ৯০৩ জন ক্যাডার নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করে বাংলাদেশ সরকারী কর্ম কমিশন। উল্লেখ্য, ৪০তম বিসিএস এ নিয়োগের ক্ষেত্রে কোটা বিষয়ে সরকারের সবশেষ গ্রহীত সিদ্ধান্ত বাস্তবায়িত হবে বলে পিএসসি সূত্রে জানা গেছে। গত মঙ্গলবার ৪০তম বিসিএসের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারী কর্ম কমিশন (পিএসসি)। এই বিসিএসে কোটার বিষয়ে সরকারের সর্বশেষ গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী ক্যাডার নিয়োগ করা হবে।
×