ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

আবারও ওয়্যারলেস পোর্টেবল চার্জার আনছে টেসলা

প্রকাশিত: ০৬:২৫, ১৩ সেপ্টেম্বর ২০১৮

আবারও ওয়্যারলেস পোর্টেবল চার্জার আনছে টেসলা

গ্রাহকের জন্য আবারও ওয়্যারলেস পোর্টেবল চার্জার বা পাওয়ার ব্যাংক আনতে যাচ্ছে টেসলা। আগের মাসেই স্মার্টফোনের জন্য নতুন এই পাওয়ার ব্যাংকটি বাজারে আনে বৈদ্যুতিক গাড়ি নির্মাতা মার্কিন প্রতিষ্ঠানটি। বিক্রি শুরুর সঙ্গে সঙ্গেই দ্রুত ফুরিয়ে যায় ৬৫ মার্কিন ডলারের এই ওয়্যারলেস চার্জার। গ্রাহকের কথা বিবেচনা করে আবারও পণ্যটি আনতে যাচ্ছে টেসলা। এবার প্রায় ১৫ মার্কিন ডলার মূল্যছাড় দেবে প্রতিষ্ঠানটি। আগের গ্রাহক যারা ৬৫ মার্কিন ডলারে পণ্যটি কিনেছেন তাদেরকে ১৬ ডলার ফেরত দেয়ার কথাও জানিয়েছে টেসলা। গাড়ির পাশাপাশি লাইফস্টাইল পণ্য বাজারে আনছে প্রতিষ্ঠানটি। তারই ধারাবাহিকতায় প্রতিষ্ঠানের ওয়েবসাইটে ডেস্কটপ এবং পোর্টেবল চার্জারের সঙ্গে যোগ হয়েছে ওয়্যারলেস চার্জার। ডিভাইসটি দিয়ে তার ছাড়া স্মার্টফোন চার্জ করা গেলেও এতে বাড়তি ইউএসবি-সি ও ইউএসবি-এ কেবল রাখা হয়েছে। -অর্থনৈতিক রিপোর্টার
×