ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

এবার মহিষ বিক্রি

প্রকাশিত: ০৬:১৯, ১৩ সেপ্টেম্বর ২০১৮

এবার মহিষ বিক্রি

অর্থনীতি চাঙ্গা করতে এবার মহিষ বিক্রির সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তানের নব-নির্বাচিত প্রধানমন্ত্রী ইমরান খান। ইমরান খানের ঘনিষ্ঠ তেহরিক-ই-ইনসাফের এক নেতা জানিয়েছেন, নওয়াজ শরিফের আমল থেকে পাকিস্তানী প্রধানমন্ত্রীর বাসভবনে থাকা ৮টি মহিষও নিলামে তোলার চিন্তা-ভাবনা করছেন নতুন প্রধানমন্ত্রী। আগামী ১৭ সেপ্টেম্বর নিলামে উঠবে ৮০টি বিলাসবহুল গাড়ি। এরপরই হেলিকপ্টার ও মহিষগুলো বিক্রি করা হবে- ওয়েবসাইট যৌথ সংযোগ অফিস উত্তর ও দক্ষিণ কোরিয়া আন্তঃসীমান্ত যোগাযোগ ব্যবস্থাকে আরও এগিয়ে নিতে এ সপ্তাহে একটি যৌথ সংযোগ কার্যালয় খুলতে যাচ্ছে। অফিসটি দু’দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নে সার্বক্ষণিক যোগাযোগ কেন্দ্রে পরিণত হবে। পাশাপাশি এর মাধ্যমেই যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার সম্পর্ক উন্নয়ন এবং সামরিক উত্তেজনা প্রশমিত হবে। জুনে ট্রাম্প ও উনের মধ্যে ঐতিহাসিক বৈঠকে তারা কোরীয় উপদ্বীপকে পরমাণু নিরস্ত্রীকরণের বিষয়ে একটি চুক্তিতে স্বাক্ষর করেন -এএফপি
×