ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কুলসুম নওয়াজের দাফন শুক্রবার ॥ প্যারোলে মুক্তি নওয়াজ ও মরিয়মের

প্রকাশিত: ০৬:১৯, ১৩ সেপ্টেম্বর ২০১৮

কুলসুম নওয়াজের দাফন শুক্রবার ॥ প্যারোলে মুক্তি নওয়াজ ও মরিয়মের

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ, তার মেয়ে মরিয়ম নওয়াজ ও তার স্বামী অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন মোহাম্মদ সফদার রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগার থেকে প্যারোলে মুক্তি পেয়েছেন। নওয়াজ শরীফের স্ত্রী বেগম কুলসুম নওয়াজ মঙ্গলবার লন্ডনের একটি হাসপাতালে মৃত্যুবরণ করলে তাদেরকে মুক্তি দেয়া হয়। -খবর ডনের তিনজনকেই ১২ঘণ্টার প্যারোল দেয়া হয়। তবে তা বাড়ানো হবে শুক্রবার বিকেল পর্যন্ত। শুক্রবার বিকেলে জাতি উমরায় বেগম কুলসুম নওয়াজের দাফন সম্পন্ন হবে। পাঞ্জাব স্বরাষ্ট্র বিভাগের আদেশে পুলিশ তাদের প্যারোলে মুক্তি দিয়ে নুর খান ঘাঁটিতে নিয়ে যায়। যাতে তারা লাহোরে গিয়ে দাফন অনুষ্ঠানে যোগ দিতে পারেন। পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ দলের প্রধান ও নওয়াজ শরীফের ভাই শাহবাজ শরীফ তাদেরকে অন্তত পাঁচদিনের জন্য প্যারোলে মুক্তির আবেদন করেন। সরকারের সূত্রগুলো জানিয়েছে, শরীফ পরিবারের বাসভবন জাতি উমরায় বেগম কুলসুমের দাফন হওয়া পর্যন্ত পাঞ্জাব সরকার প্যারোলের সময় বাড়াতে পারবে। এজন্য জাতি উমরা বাসভবনের তিনটি ঘরকে সাব-জেল ঘোষণা করা হয়েছে।
×