ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মার্কিন মধ্যবর্তী নির্বাচন

ট্রাম্প বড় ইস্যু ॥ জনমত জরিপে এগিয়ে ডেমোক্র্যাটরা

প্রকাশিত: ০৬:১৮, ১৩ সেপ্টেম্বর ২০১৮

ট্রাম্প বড় ইস্যু ॥ জনমত জরিপে এগিয়ে ডেমোক্র্যাটরা

যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরোক্ষভাবে বড় ইস্যু হবেন। ব্যালটে তার নাম না থাকলেও ভোটারদের সিদ্ধান্ত গ্রহণের ওপর তার ইমেজ একটি বড় ভূমিকা রাখবে। প্রেসিডেন্ট হিসেবে তার আগামী দুবছর কেমন যাবে তার ওপরও এই ভোটের প্রভাব থাকবে। এএফপি। ৬ নবেম্বর আমেরিকার জনগণ সারাদেশে কংগ্রেসের মধ্যবর্তী নির্বাচনে ভোট দেবে। প্রতিনিধি পরিষদের ৪৩৫টি আসন, ১০০ আসন বিশিষ্ট সিনেটের ৩৫টি আসন এবং ৩০টি অঙ্গরাজ্যে গবর্নর এদিন নির্বাচিত হবেন। ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর দেশজুড়ে কোন নির্বাচন আয়োজনের ঘটনা এটাই প্রথম। সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা শুক্রবার বর্তমান প্রেসিডেন্ট ও রিপাবলিকান পার্টির সমালোচনা করে বলেছেন, ট্রাম্প ভয় ও ঘৃণার রাজনীতি করছেন। উত্তরসূরির প্রতি এই প্রথম নাম উল্লেখ করে কড়া ভাষায় সমালোচনা করলেন ওবামা। ওবামা বলেন, ‘ভয় ও ঘৃণাকে’ পুঁজি করেছেন ট্রাম্প। উত্তরসূরিদের উদ্দেশে সাবেক কোন মার্কিন প্রেসিডেন্টের রাজনৈতিক সমালোচনা একটি বিরল ঘটনা। রিপাবলিকানরা এখনও পর্যন্ত প্রতিনিধি পরিষদ ও সিনেটে তাদের সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখতে পেরেছে। নির্বাচনের পর তারা সেটি ধরে রাখতে পারবে কি না তা নিয়ে সংশয় আছে। কারণ জনমত জরিপগুলোতে ডেমোক্র্যাটরা এগিয়ে আছে। ওয়াশিংটন পোস্ট ও এবিসি নিউজ জরিপে দেখা গেছে ৫২ শতাংশ নিবন্ধিত ভোটার রিপাবলিকানদের পরিবর্তে ডেমোক্র্যাটদের ভোট দেবে বলেছে। অন্যদিকে রিপাবলিকানদের বেলায় এই সমর্থন দেখা গেছে ৩৮ শতাংশ। তবে অর্থনীতি ইস্যুতে ক্ষমতাসীন দলের জন্য সুখবর আছে। ৫৮ শতাংশ মনে করে দেশের অর্থনীতি সঠিক পথে চলছে, বিপরীত দিকে ৩৮ শতাংশ সেটি মনে করে না। কর্মসংস্থানের হারও বর্তমানে সন্তোষজনক। এসব সত্ত্বেও শুধু ট্রাম্পকে নিয়ে দুশ্চিন্তায় রিপাবলিকানরা। তিনি ক্ষমতায় আসার পর একের পর এক বিতর্কের জন্ম দিয়েছেন। সম্প্রতি ওয়াটারগেট কেলেঙ্কারি খ্যাত সাংবাদিক বব উডওয়ার্ড ট্রাম্পের প্রেসিডেন্সি নিয়ে একটি হতাশাব্যঞ্জক বই লিখেছেন। যেখানে দেখা যায় ট্রাম্পের নিজের লোকজনই তার ওপর বিরক্ত। এর পরপরই একটি পত্রিকার সম্পাদকীয় পাতায় ট্রাম্প প্রশাসনের সমালোচনা করে বেনামে একটি নিবন্ধ লেখা হয়। ভার্জিনিয়া ইউনিভার্সিটির সেন্টার ফর পলিটিক্সের পরিচালক ল্যারি সাবাটো বলেন, ‘যদিও এবারের নির্বাচনে ডেমোক্র্যাটরা সুবিধাজনক স্থানে তবে নির্বাচনের আগ পর্যন্ত অনেক কিছু ঘটতে পারে।
×