ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

একটি নিন্দনীয় কাজ

প্রকাশিত: ০৬:০৮, ১৩ সেপ্টেম্বর ২০১৮

একটি নিন্দনীয় কাজ

বিবাহ বিচ্ছেদের মতো ঘটনা অহরহ ঘটছে। যৌতুকলোভী স্বামীরা স্ত্রীদের ওপর নানা প্রকার মানসিক অত্যাচার ও নির্যাতন চালাচ্ছে, এতে স্ত্রীদের পক্ষে স্বামীর গৃহে বাস করা অসম্ভব হয়ে পড়েছে। দেশে যৌতুকবিরোধী আইন কঠোরভাবে প্রণয়ন করে ওই আইনটি প্রয়োগ করলে স্ত্রী নির্যাতন অবশ্যই কমে আসবে এতে কোন সন্দেহ নেই। স্বামী-স্ত্রীর সংসার ভেঙ্গে গেলে সবচেয়ে নাজুক ও করুণ অবস্থায় পতিত হয় সেই ভগ্ন সংসারের শিশু-সন্তানরা। এদের জীবনে নেমে আসে অমানিশার কালরাত্রি। আগে শুনেছি পশ্চিমা দেশগুলোতে বিবাহ বিচ্ছেদের হার বাড়ছে আর এখন সেটি আমাদের সমাজে এসে প্রবেশ করেছে। এভাবে বিবাহ-বিচ্ছেদ ঘটতে থাকলে দেশে এক ভয়াবহ অবস্থার সৃষ্টি হবে- ঘরে ঘরে অশান্তি নেমে আসবে আর সম্পূর্ণ সমাজে ঘুণে ধরে যাবে। এখন প্রশ্ন হচ্ছে এই বিবাহ-বিচ্ছেদ কিংবা বিাবহ-বিচ্ছেদের প্রবণতা কিভাবে কমানো যায় সেই বিষয়ে গভীরভাবে ভেবে দেখতে হবে। স্বামী-স্ত্রীর মধ্যে একে অন্যের প্রতি বিশ্বাসবোধ, সহমর্মিতা, প্রেমপ্রীতি, ভালবাসা, উদারতা, মমত্ববোধ, ত্যাগ-তিতিক্ষা, সেবার মনোভাব গড়ে তুলতে না পারলে এই জটিল সমস্যার হাত থেকে পরিত্রাণ পাওয়া বড়ই মুশকিল। পরকীয়া নামক বিশেষ দুষ্কর্মটি স্বামী-স্ত্রীর সংসারে ভাঙ্গন ধরায়- বিাবহ-বিচ্ছেদ ঘটায়। এই পরকীয়া-প্রেম স্বামী এবং স্ত্রীর এই উভয়দিক থেকেই হতে পারে। ধর্মের প্রতি অবজ্ঞা, একে অন্যের প্রতি অবিশ্বাস মানুষকে এই অপরাধ করতে উৎসাহিত করে। অথচ একজন প্রকৃত ধার্মিক লোক পরকীয়ার মতো খারাপ কাজে লিপ্ত হতে পারে না। অনেক সময় অর্থের প্রতি লোভ মানুষকে অমানুষ করে তোলে, ফলে সে অনায়াসে যে কোন অপকর্মে লিপ্ত হয়। কিন্তু একজন সৎ, ধার্মিক লোক কখনই পরকীয়ায় আসক্ত হতে পারে না। সমাজ থেকে পরকীয়ার মতো অনাচার দূর করতে হলে মানুষকে ধার্মিক ও আল্লাহভীরু হতে হবে- সমাজে নৈতিকতা সৃষ্টি করে সু-শিক্ষার বিস্তার ঘটাতে হবে। আত্মসম্মানবোধ মানুষের মানবিক মূল্যবোধের বিকাশ ঘটায়। যে মানুষের আত্মসম্মানবোধ নেই তার পক্ষে যে কোন কাজ করা সম্ভব। আত্মসম্মানবোধের অভাব চৌর্যবৃত্তি ও ডাকাতির চেয়ে খারাপ। ঘুণেধরা সমাজ থেকে এসব অপরাধ দূর করতে হলে সমাজের বিজ্ঞ ও আদর্শবান লোকদের এগিয়ে আসতে হবে। ভাল কাজের প্রশংসা ও মন্দ কাজের নিন্দা করতে হবে। সুখের সংসার গড়তে হলে স্বামী-স্ত্রী উভয়কেই ত্যাগ-তিতিক্ষা, ধার্মিক জীবন বেছে নিতে হবে। অসহায় শিশুদের মুখের দিকে তাকিয়ে সাময়িক বাধা-বিপত্তি কাটিয়ে উঠে ঘর সংসার ঠিক রাখতে হবে। তবেই বিবাহ-বিচ্ছেদের মতো ঘটনার অবসান হবে। কলাবাগান, ঢাকা থেকে
×