ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কুকুরের মাংসে ভাবমূর্তি ক্ষুণ্ণ

প্রকাশিত: ০৬:০৩, ১৩ সেপ্টেম্বর ২০১৮

কুকুরের মাংসে ভাবমূর্তি ক্ষুণ্ণ

ভিয়েতনামের রাজধানী হ্যানয়ের কর্তৃপক্ষ কুকুরের মাংস না খাওয়ার জন্য নগরীর বাসিন্দার প্রতি অনুরোধ জানিয়েছে। কারণ তারা মনে করছেন, লোকজন কুকুরের মাংস খেলে সেটা নগরীর ভাবমূর্তি ক্ষুণœ করে। আর কুকুরের মাংস খেলে জলাতঙ্ক ছড়ানোরও আশঙ্কা আছে। হ্যানয় পিপলস কমিটি বলছে, হ্যানয় যে একটি সভ্য এবং আধুনিক রাজধানী, সেই ভাবমূর্তি ক্ষুণœ হচ্ছে লোকজন কুকুরের মাংস খাওয়ার কারণে। এছাড়া কুকুরের মাংস খেলে জলাতঙ্ক বা লেপটোপিরোসিসের মতো রোগ ছড়িয়ে পড়তে পারে বলেও তারা সতর্ক করে দিয়েছে। হ্যানয়ের প্রায় একহাজার স্থানে এখনও কুকুর এবং বিড়ালের মাংস বিক্রি হয়। কুকুরের পাশাপাশি বিড়ালের মাংস খাওয়া বন্ধেরও আহ্বান জানিয়েছে ওই কমিটি। -বিবিসি অবলম্বনে।
×