ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জোকোভিচ আবার বিগ থ্রি’তে

প্রকাশিত: ০৬:৪৭, ১২ সেপ্টেম্বর ২০১৮

জোকোভিচ আবার বিগ থ্রি’তে

স্পোর্টস রিপোর্টার ॥ দীর্ঘ ইনজুরির কারণে কোর্টের বাইরে ছিলেন। ফিরেই দুটি গ্র্যান্ডস্লাম জিতেছেন। সাবেক বিশ্বসেরা সার্বিয়ার নোভাক জোকোভিচ র‌্যাঙ্কিংয়ে পিছিয়ে পড়েছিলেন অনেকখানি। আবারও তরতরিয়ে ওপরে উঠে এসেছেন। এখন তিনি ৩ ধাপ এগিয়ে এটিপি র‌্যাঙ্কিংয়ে ৩ নম্বরে। ফলে আবারও বিগ থ্রি’তে স্পেনের রাফায়েল নাদাল, সুইজারল্যান্ডের রজার ফেদেরার ও সার্বিয়ান জোকোভিচ। জোকোভিচ কিংবদন্তি পিট সাম্প্রাসের ১৪ গ্র্যান্ডস্লাম জয়ের রেকর্ড ছুঁয়েছেন। ২০ গ্র্যান্ডস্লাম নিয়ে সর্বকালের সেরা এখন ফেদেরার, ১৭টি গ্র্যান্ডস্লাম নিয়ে তার পেছনেই নাদাল। মেয়েদের র‌্যাঙ্কিংয়ে অভূতপূর্ব অবস্থানে উঠে এসেছেন জাপানের বিস্ময় তারকা নাওমি ওসাকা। দেশের ইতিহাসে প্রথম মহিলা টেনিস খেলোয়াড় হিসেবে তিনি গ্র্যান্ডস্লাম জেতার ইতিহাস গড়েছেন এবার ইউএস ওপেন জিতে। এ কারণে ১২ ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা ৭ নম্বর র‌্যাঙ্কিং পেয়েছেন ২০ বছর বয়সী এ তরুণী। ফাইনালে সেরেনা উইলিয়াম হেরে গেলেও ১০ ধাপ এগিয়ে এখন ১৬ নম্বরে। রোমানিয়ার সিমোনা হ্যালেপ তার শীর্ষস্থান অক্ষুণœ রেখেছেন ইউএস ওপেনের প্রথম রাউন্ড থেকে বিদায় নেয়ার পরও। তারপরে আছেন ডেনমার্কের ক্যারোলিন ওজনিয়াকি ও জার্মানির এ্যাঞ্জেলিক কারবার। ফ্রান্সের ক্যারোলিন গার্সিয়া দুই ধাপ লাফিয়ে উঠে এসেছেন ৪ নম্বরে। তবে গতবার ইউএস ওপেন জেতা মার্কিন তারকা স্লোয়ান স্টিফেন্স ৬ ধাপ পিছিয়ে এখন ১০ নম্বরে অবস্থান করছেন।
×