ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ফিফা বর্ষসেরা একাদশ

সংক্ষিপ্ত তালিকা থেকে বাদ বেল, এ্যাগুয়েরো

প্রকাশিত: ০৬:৪৭, ১২ সেপ্টেম্বর ২০১৮

সংক্ষিপ্ত তালিকা থেকে বাদ বেল, এ্যাগুয়েরো

স্পোর্টস রিপোর্টার ॥ আগামী ২৪ সেপ্টেম্বর এবারের ফিফা বর্ষসেরা ফুটবলারের নাম ঘোষণা করা হবে। লন্ডনে এবার শ্রেষ্ঠত্বের লড়াই হবে ক্রিস্টিয়ানো রোনাল্ডো, লুকা মডরিচ ও মোহাম্মদ সালাহর মধ্যে। এই অনুষ্ঠানে আরও কয়েকটি ক্যাটাগরিতে পুরস্কার দেয়া হবে। পাশাপাশি ঘোষণা করা হবে ফিফার সেরা একাদশও। সেরা একাদশ গঠনের জন্য ফিফা ৫৫ জনের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে। এখানে প্রত্যাশিতভাবেই আছেন সেরা তিন ফুটবলার হওয়ার দৌড়ে থাকা রোনাল্ডো, সালাহ ও মডরিচ। তবে বিশাল বহরেও ঠাঁই হয়নি গ্যারেথ বেল, সার্জিও এ্যাগুয়েরো ও এ্যালেক্সি সানচেজের মতো তারকাদের। গত জানুয়ারিতে আর্সেনাল থেকে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেয়ার পর থেকে ফর্মহীনতায় ভুগছেন চিলিয়ান তারকা সানচেজ। এ কারণেই আক্রমণভাগের শেষ ১৫ জনের তালিকায় জায়গা করে নিতে খুব বেশি ভোট আদায় করে নিতে পারেননি সাবেক বার্সিলোনা ফরোয়ার্ড। অন্যদিকে গত মৌসুমে সবধরনের প্রতিযোগিতায় ২১ গোল করার পরও রিয়াল মাদ্রিদের ফরোয়ার্ড বেলও বিশ্বসেরা একাদশের ৫৫ জনের তালিকায় জায়গা পাননি। চ্যাম্পিয়ন্স লীগে রিয়ালের ঐতিহাসিক হ্যাটট্রিক শিরোপা জয়ের পথে ফাইনালে জোড়া গোল করেছিলেন ওয়েলস তারকা। এরপরও জায়গা হয়নি তার। গত ১২ বছরের মধ্যে প্রথমবারের মতো তালিকা থেকে বাদ পড়েছেন সুইডিশ তারকা জøাতান ইব্রাহিমোভিচ। ম্যানচেস্টার সিটির দুই ফরোয়ার্ড এ্যাগুয়েরো ও রাহিম স্টার্লিংও বাদ পড়েছেন। সবধরনের প্রতিযোগিতায় জুভেন্টাসের হয়ে ২৩ গোল করা গঞ্জালো হিগুয়াইনের বাদ পড়া সবাইকে অবাক করেছে। তবে পঁচা বছরের অনুপস্থিতির পর আবারও তালিকায় ফিরেছেন মারিও মানজুকিচ। প্রথমবারের মতো ফরোয়ার্ডের তালিকায় জায়গা করে নিয়েছেন লিভারপুলের মোহাম্মদ সালাহ ও সাডিও মানে। টানা ১৪ বছরের মতো শেষ ১৫’তে যথারীতি আছেন পর্তুগীজ সুপারস্টার রোনাল্ডো। মিডফিল্ডারের তালিকায় বাদ পড়াদের মধ্যে উল্লেখযোগ্য হলেন আর্সেনালের মেসুত ওজিল ও বেয়ার্ন মিউনিখের থিয়াগো আলকান্টারা। গোলরক্ষকের সংক্ষিপ্ত পাঁচজনের তালিকায় জায়গা করে নিয়েছেন জিয়ানলুইজি বুফন, থিবাট কুর্তোয়া, ডেভিড ডি গিয়া, কেইলর নাভাস ও মার্ক-আন্দ্রে টার স্টেগান। সর্বোচ্চ ভোটের ভিত্তিতে চূড়ান্ত একাদশে জায়গা পাবেন একজন গোলরক্ষক, চারজন ডিফেন্ডার, তিনজন মিডফিল্ডার ও তিনজন ফরোয়ার্ড।
×