ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

উয়েফা নেশন্স লীগ, রোনাল্ডো ছাড়াই দারুণ জয় ইউরোপিয়ান চ্যাম্পিয়নদের, হতাশ ইতালি কোচ ম্যানচিনি, পর্তুগাল ১-০ ইতালি, তুরস্ক ৩-২ সুইডেন

ইতালিকে হারিয়ে শুভ সূচনা পর্তুগালের

প্রকাশিত: ০৬:৪৬, ১২ সেপ্টেম্বর ২০১৮

ইতালিকে হারিয়ে শুভ সূচনা পর্তুগালের

স্পোর্টস রিপোর্টার ॥ ইউরোপিয়ান ফুটবলের নতুন সংস্করণ উয়েফা নেশন্স লীগে শুভসূচনা করেছে পর্তুগাল। বর্তমান ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা ‘এ থ্রি’ গ্রুপের ম্যাচে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালিকে হারিয়েছে ১-০ গোলে। সোমবার রাতে পর্তুগালের লিসবনে অনুষ্ঠিত প্রথম লেগের এই ম্যাচে স্বাগতিকদের হয়ে জয়সূচক গোলটি করেন সেভিয়া স্ট্রাইকার আন্দ্রে সিলভা। দলের সেরা তারকা ও অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনাল্ডোকে ছাড়াই এই জয়ে গ্রুপের শীর্ষে অবস্থান করছে ইউরোপের ব্রাজিল খ্যাত দলটি। পরশু রাতে ‘বি’ লীগের গ্রুপ-২ এর ম্যাচে সুইডেনকে ৩-২ গোলে হারিয়েছে তুরস্ক। এছাড়া ‘সি’ লীগের গ্রুপ-১ এর ম্যাচে আলবেনিয়াকে ২-০ গোলে হারিয়েছে স্কটল্যান্ড। সি’ লীগের গ্রুপ-৪ এর ম্যাচে রোমানিয়ার সঙ্গে ২-২ গোলে ড্র করেছে সার্বিয়া। রোনাল্ডো নিজের নতুন ক্লাব জুভেন্টাসে আরও বেশি মনোযোগী হতে নিজ থেকেই জাতীয় দলে না খেলার অনুরোধ জানিয়েছেন। এ কারণে তাকে ছাড়াই ইতালি পরীক্ষায় অবতীর্ণ হয় পর্তুগীজরা। এতে অবশ্য কোন সমস্যা হয়নি সিলভা, পেপেদের। দলের সেরা তারকার অনুপস্থিতি ম্যাচে কোন সময়ই বুঝতে দেননি পর্তুগালের ফুটবলাররা। ইতালির ওপর পুরো ম্যাচেই প্রাধান্য বিস্তার করে পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে তারা। গ্রুপ-থ্রি’তে এখন তারা পোল্যান্ড ও ইতালির থেকে এগিয়ে শীর্ষে অবস্থান করছে। ইতালি ও পোল্যান্ডের মধ্যকার প্রথম ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছিল। গত শুক্রবার বোলোগনাতে পোল্যান্ডের বিপক্ষে নতুন কোচ রবার্তো ম্যানচিনির অধীনে প্রথম প্রতিযোগিতামূলক ম্যাচ খেলতে মাঠে নেমেছিল আজ্জুরিরা। ওই ম্যাচে জয় না পাওয়া আজ্জুরিরা দ্বিতীয় ম্যাচে হেরেই বসেছে। ম্যাচের শুরু থেকেই অতিথি ইতালির ওপর চড়াও হয়ে খেলতে থাকে স্বাগতিক পর্তুগাল। প্রথমার্ধে একাধিক গোলের সুযোগও সৃষ্টি করে ফার্নান্ডো সান্টোদের দল। কিন্তু ইতালি গোলরক্ষক ডোনারুমা সে সব আক্রমণ নস্যাৎ করে দেন। এই অর্ধে একবার ব্রুমার শট বারে লেগে ফেরত আসলে বার্নান্ডো সিলভার শট লাইনের ওপর থেকে ক্লিয়ার করেন ইতালির আলেসিও রোমাগনোলি। বিরতির পর সিরো ইমোবিলে ও সিমোনে জাজার প্রচেষ্টায় ইতালি ভালভাবেই লড়াইয়ে ফিরে আসার ইঙ্গিত দেয়। যদিও ম্যানচিনি নতুন সাতজন খেলোয়াড়কে মূল একাদশে নামিয়ে অনেকটা পরীক্ষামূলক দল গঠন করেন। পোল্যান্ডের বিপক্ষে ম্যাচ থেকে শুধু মাঝমাঠে জর্জিনহো ও গোলপোস্টে ডোনারুমাকে মূল একাদশে রাখেন। ৪-৩-৩ ফর্মেশনে মারিও বালোতেল্লির স্থানে ল্যাজিও স্ট্রাইকার ইমোবিলেকে খেলান তিনি। পোল্যান্ডের বিপক্ষে বালোতেল্লিকে নিয়ে দারুণ সমালোচনা হয়। এই ম্যাচে রক্ষণভাগে আন্তর্জাতিক অভিষেক হয়েছে এস্পানিওলের ম্যানুয়েল লাজ্জারির। প্রথমার্ধে একাধিক সুযোগ নষ্ট করা পর্তুগাল বিরতির পর তৃতীয় মিনিটেই (৪৮ মিনিট) এগিয়ে যায়। ব্রুমার কাছ থেকে বল পেয়েছে দৃষ্টিনন্দন বাঁকানো শটে ইতালির জাল কাঁপান আন্দ্রে সিলভা (১-০)। বাকি সময়ে এই লিড ধরে রেখেই জয় নিয়ে মাঠ ছাড়ে পর্তুগাল। ম্যাচ শেষে সিলভা বলেন, ইতালির জাতীয় দলে আমার বেশ কয়েকজন বন্ধু আছে। কিন্তু মাঠে তারা আমার কেউ নয়। সবমিলিয়ে এই জয়টা আমাদের প্রাপ্য ছিল। দলের জয়ে অবদান রাখতে পেরে ভীষণ ভাল লাগছে। হতাশ ইতালি কোচ রবার্টো ম্যানচিনি বলেন, আমরা অনেক বেশি ভুল করেছি। যার ফল পেয়েছি। আমাদের গোল করার সমাধান খুঁজে বের করতে হবে। কারণ গোল করা ছাড়া আমরা কোন ম্যাচেই জিততে পারব না। এটাই এই মুহূর্তে আমাদের বড় সমস্যা। তিনি আরও বলেন, পর্তুগাল প্রথম ম্যাচেই জয় পেয়েছে। এ কারণে এখন তারাই ফেবারিট। কিন্তু আমি বিশ্বাস করি আমাদেরও সুযোগ আছে। ফুটবলে কখন কি হয় কেউ বলতে পারে না।
×